Terms And Condition
আমাদের শর্তাবলী ও নীতিমালা সমূহ
Welcome To Trusted Yard
এই শর্তাবলী এ অবস্থিত ট্রাস্টেড এয়ার্ড ওয়েবসাইট ব্যবহারের জন্য নিয়ম ও বিধি-বিধানের রূপরেখা দেয় ।
এই ওয়েবসাইট এক্সেস করে আমরা ধরে নিয়ে যে , আপনি এই শর্তাবলী স্বীকার করেন । আপনি যদি এই পেজের উল্লেখিত সমস্ত শর্ত গুলি মেনে চলতে সম্মত না হন তবে ট্রাস্টেড এড ব্যবহার করা থেকে বিরত থাকুন ।
টার্মস ও শর্তাবলী ঃ
আপনি যদি ট্রাসটেড এয়ার্ডে কোন ওয়েবসাইট অর্ডার করেন কিংবা আপনার সার্ভিসটির মধ্যে যদি গুগল এডসেন্স রাখতে চান তাহলে আপনার ওয়েবসাইটে গুগলএডসেন্স এপ্রুভ হবেই এমন কোন ধরনের নিশ্চয়তা ট্রাসটেড এয়ার্ড দিয়ে থাকে না । কারণ শুধুমাত্র গুগল কর্তৃপক্ষেরই সকল কর্তৃত্ব রয়েছে এডসেন্স অ্যাপ্রুভ করার বিষয়ে । এক ব্যক্তির একাধিক এডসেন্স একাউন্ট ব্যবহার করা গুগল কর্তৃক সম্পূর্ণরূপে নিষিদ্ধ । তাই আপনার এডসেন্স একাউন্টের জন্য আপনাকে আবেদন করতে হবে । তবে এই সংশ্লিষ্ট যেকোনো সমস্যার জন্য ট্রাসটেড এয়ার্ড আপনাকে যে কোন সময় সকল রকম সাহায্য ও সহযোগিতা করবে ।
ওয়েবসাইট প্যাকেজ অর্ডার করার সাত দিনের মধ্যে সাধারণত ওয়েবসাইট ডেলিভারি দেওয়া হয় । কিন্তু একই সাথে অনেকগুলো অর্ডার জমা হয়ে গেলে কিংবা আর্টিকেল সংকট থাকলে ঐ ওয়েবসাইট ডেলিভারি দিতে আরো কিছু অতিরিক্ত সময় লাগতে পারে । অর্ডার করার পর কোন ওয়েবসাইট প্যাকেজ ক্যানসেল কিংবা টাকা রিফান্ড করার কোন প্রকার সুযোগ থাকে না । কাজে ওয়েবসাইট অর্ডার দেয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নিবেন । যদি আমাদের নিকট আর্টিকেল সংকট থাকে তাহলে ওয়েবসাইট ডেলিভারি দেয়ার সময় ছয়টি আর্টিকেল দেয়া হয় এবং বাকি ২৪ টি আর্টিকেল পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আর্টিকেল সংকট নিরসন করে ডেলিভারি দেয়া হয়।
এই ওয়েবসাইটে প্রকাশিত কোন বহিঃর্গত লিংক এর প্রতি ট্রাসটেড এয়ার্ড অন্য ধরনের নিরাপত্তা প্রদান করে না, তাই বহিঃর্গত লিংকে প্রবেশ করতে চাইলে অবশ্যই সেটা আপনাকে নিজ দায়িত্বে প্রবেশ করতে হবে এবং সেখানে কোন তথ্য প্রবেশ করানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন ।
ট্রাসটেড এয়ার্ডের সেবা কোন অনাকাঙ্ক্ষিত কারণে , কোন দুর্ঘটনা বসত বা কোন নির্দিষ্ট কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট বিষয়ের উপর পাওনাদার বা দাবীদারের কোন দাবি-দাওয়া থাকবে না । সাধারণত ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে ট্রাসটেড এয়ার্ড ক্যাশ আউট খরচ সহ লেনদেন করে না।
কুকিজঃ
আমরা কুকিজ ব্যবহার করি । ট্রাসটেড এয়ার্ড এক্সেস করে আপনি ট্রাসটেড এয়ার্ডের গোপনীয়তা নীতির সাথে চুক্তিতে কুকিজ ব্যবহার করতে সম্মত হয়েছেন ।
বেশিরভাগ ইন্টারেক্টিভ ওয়েবসাইট গুলো আমাদের প্রতিটি ভিজিটের জন্য ব্যবহারকারীর বিবরণ পুনরুদ্ধার করতে কুকিজ ব্যবহার করে । আমাদের ওয়েবসাইট ভিজিট করার লোকেদের জন্য সহজ করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট জায়গার কার্যকারিতা সক্ষম করতে আমাদের ওয়েবসাইট দ্বারা কুকি ব্যবহার করা হয় । আমাদের কিছু অনুমোদিত বা বিজ্ঞাপন সহকর্মীরাও কুকি ব্যবহার করতে পারে ।
আমাদের কনটেন্টে হাইপারলিংকিং
আমরা লিংকের অনুরোধগুলি তখনই অনুমোদন করব যখন আমরা বুঝতে পারবো যে,
- লিংকটি আমাদের নিজেদের বা আমাদের স্বীকৃত ব্যবসার প্রতিকূলভাবে প্রভাব না ফেলে
- আমাদের কাছে উক্ত সংস্থাটির যদি নেতিবাচক রেকর্ড না থাকে
- লিংকটি যেন হয় সাধারণ সম্পদ তথ্যের প্রসঙ্গে
কোন প্রতিষ্ঠানে আমাদের হোমপেজে লিংক দিতে চাইলে লিংক দিতে পারে যতদিন আমরা বুঝবো লিংকটি
- কোন ভাবে প্রতারণামূলক নয়
- Linking party এবং এর পণ্য বা পরিষেবা গুলির স্পন্সর ও অনুমোদন কে মিথ্যা ভাবে বোঝায় না
- Linking পার্টির সাইটের প্রেক্ষাপট এর মধ্যে ফিট করে
আপনি যদি উপরের তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে একজন হন এবং আমাদের ওয়েবসাইটে লিংক করতে আগ্রহী হন , তাহলে আপনাকে অবশ্যই ট্রাস্টেড ইয়াদে একটি মিল পাঠিয়ে আমাদের জানাতে হবে । অনুগ্রহ করে আপনার নাম , আপনার প্রতিষ্ঠানের নাম , যোগাযোগের তথ্যের পাশাপাশি আপনার সাইটের URL , আপনি আমাদের ওয়েব সাইটের সাথে লিংক করতে চান এমন যেকোন URL গুলির একটি তালিকা এবং আমাদের ওয়েবসাইটের URL গুলির একটি তালিকা অন্তর্ভুক্ত করুন যা আপনি চান । এবার লিংকের প্রতিক্রিয়ার জন্য ২থেকে৩ সপ্তাহ অপেক্ষা করুন ।
অনুমোহিত সংস্থাগুলি নিম্নরূপ ভাবে আমাদের ওয়েবসাইটে হাইপার লিঙ্ক করতে পারেঃ
- আমাদের কর্পোরেট নাম ব্যবহার করে বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর ব্যবহার করে লিংক করা হচ্ছে
- আমাদের ওয়েবসাইটের সাথে লিংক করা অন্য কোন বর্ণনা ব্যবহার করে লিংকিং পার্টির সাইটের বিষয়বস্তু প্রসঙ্গ এবং বিন্যাসের মধ্যে বোঝা যায় ।
- এটা ট্রেডমার্ক লাইসেন্স চুক্তি অনুপস্থিত লিংক করার জন্য ট্রাসটেড এয়ার্ডের লোগো বা অন্যান্য শিল্পকর্ম ব্যবহার করার অনুমতি দেয়া হবে না ।
কনটেন্ট বাধ্যবাধকতা
আপনার ওয়েবসাইটে প্রদর্শিত কোন কনটেন্টের জন্য আমাদের দায়ী করা হবে না । এমন কোন লিংক কোন ওয়েবসাইটে থাকা উচিত নয় যা মানহানিকার অশ্লীল অপরাধী হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে বা যা নিয়ম লঙ্ঘন করে বা অন্য কোন তৃতীয় পক্ষে অধিকার লঙ্ঘনের পক্ষে সমর্থন করে । আমাদের মতের সাথে আপনিও সম্মত হন ।
অধিকার সংরক্ষণ
আমরা অনুরোধ করার অধিকার সংরক্ষণ করি যে আপনি আমাদের ওয়েবসাইটের সমস্ত লিংক বা কোন নির্দিষ্ট লিংক মুছে ফেলুন । আমাদের ওয়েবসাইটের সমস্ত লিংক অনুরোধের ভিত্তিতে আপনি অনুমোদন করেন যত দ্রুত সম্ভব অপসারণ করতে । আমরা এই শর্তাবলী এবং এটি যে কোন সময় করার অধিকার সংরক্ষণ করি । আমাদের ওয়েব সাইটে ক্রমাগত লিঙ্কিং করার জন্য আপনি এই লিংকিং শর্তগুলি মেনে চলতে সম্মত হন ।
আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক অপসারণ
আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোন লিংক খুঁজে পান যা কোন কারনে আপত্তিকর , আপনি যে কোন মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে এবং জানাতে পারেন । আমরা লিংকগুলি সরানোর অনুরোধগুলি বিবেচনা করব তবে আমরা আপনাকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে বাধ্য নই ।
আমরা নিশ্চিত করি না যে এই ওয়েবসাইটের তথ্য সঠিক, আমরা এর সম্পূর্ণ তা বা নির্ভুলতা নিশ্চয়তা দেই না ।
কমেন্ট পলিসি
১। ট্রাসটেড এয়ার্ডের যেকোনো প্লাটফর্মে মন্তব্য করতে চাইলে একটি নিয়ম মেনে মন্তব্য করতে হবে । নিয়মটি হচ্ছে আপনি যে পোস্ট ভিডিও বা পেজে মন্তব্য করতে চাচ্ছেন কমেন্ট বক্সে সেই পোস্ট ভিডিও বা পেজ সংশ্লিষ্ট কোন বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন ।
২। যে পোস্ট বা ভিডিও বা পেজে মন্তব্য করতে চাচ্ছেন সেই পোস্ট বা ভিডিও বা পেজ সংশ্লিষ্ট কোন বিষয়ে নিজের ভালোলাগার অনুভূতি বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন ।
৩। উপরিউক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করতে পারবেন না ।
৪। কমেন্টে যেকোনো ধরনের মানহানিকর , অশালীন , বিজ্ঞাপনমূলক , অশ্রাব্য বা আক্রমণাত্মক শব্দ বা বাক্যের ব্যবহার অথবা যে কোন ধরনের কটু শব্দ বা বাক্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।
৫। আপনার ভাবনাদের কারো কোন মতামত অভিযোগ বা প্রশ্ন জানতে আমাদের যোগাযোগ পেজ ব্যবহার করুন ।
আমাদের নীতিমালায় আপনার সহমত প্রসঙ্গে
ট্রাসটেড এয়ার্ডের প্লাটফর্মের ওয়েবসাইট, ফেসবুক পেইজ ইত্যাদি যে কোন অংশ ভিজিট করার মাধ্যমে আপনি এই প্লাটফর্মের সকল শর্তাবলী , গোপনীয়তা নীতি ও নীতিমালা সমূহের সাথে একমত পোষণ করছেন । আমাদের যেকোনো ধরনের শর্ত , গোপনীয়তা নীতি ও নীতিমালা সমূহের সাথে আপনি যদি একমত পোষণ করতে না পারেন তাহলে আপনি আমাদের সকল পরিষেবা গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকুন । আপনি যদি আমাদের কোন শর্ত , গোপনীয়তা নীতি ও নীতিমালা সমূহের প্রতি অসন্তুষ্ট থাকেন বা এ বিষয়ে আপনার যদি কোন মতামত, কোন ধরনের অভিযোগ বা কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের যোগাযোগ পেজ ব্যবহার করুন ।
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url