ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো আপনি কি চুলের সমস্যায় ভুগছেন ? চুলের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি কি চিন্তিত ? কোন তেল ব্যবহার করলে চুলের সমস্যার সমাধান হবে সেটা বুঝতে পারছেন না? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন আজকের আর্টিকেলটি আপনার জন্যই। আজকে রাতে গেলে আমরা আলোচনা করব ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
ছেলেদের চুলের সমস্যা সবচেয়ে বেশি হয়। কারণ তারা বাইরে বেশি থাকে এবং তারা চুলে যত্ন করতে জানে না। চুলের যত্ন করতে হলে জন্য সবার আগে দরকার তেল। কিন্তু অনেকেই জানে না কোন তেল ব্যবহার করলে চুলের জন্য সবচেয়ে ভালো ফলাফল দিবে। ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো সেটা আজকে আমরা আপনাকে জানাবো। চলুন তাহলে জেনে নিন ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
পোস্ট সূচিপত্রঃ ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
- ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
- যে বিষয়গুলো বিবেচনা করে চুলের জন্য তেল নির্বাচন করবেন।
- জেনে নিন ১০টি ভালো ব্রান্ডের তেল সম্পর্কে ।
- চুল পড়ার কারণ কি ?
- কেন চুলে তেল দিতে হয় ?
- কতদিন পরপর চুলে তেল দিতে হয় ?
- ছেলেদের চুলে তেল দেওয়ার নিয়ম।
- ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম।
- কিছু গুরুত্বপূর্ণ টিপসঃছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
- লেখকের শেষ বক্তব্যঃ ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো
ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো, সেটা নির্ভর করবে আপনার চুলের ধরণ, মাথার ত্বকের অবস্থা এবং আপনার ব্যাক্তিগত পছন্দের উপর। কখনো কখনো আবার চুলের সমস্যার উপর ভিত্তি করে আপনাকে তেল পরিবর্তনও করতে হতে পারে। তবে কিছু তেল আছে যেগুলো সাধারণত বেশির ভাগ ছেলেদের জন্য বেশ উপকারী বলে মনে করা হয়। চুলের এই তেলগুলো নিচে তুলে ধরা হলো-
ছেলেদের জন্য উপকারী কিছু তেলঃ
- নারিকেল তেল।
- অলিভ অয়েল।
- বাদাম তেল।
- অ্যাভোকাডো তেল।
- ক্যাসটার অয়েল।
নিচে এই তেলগুলোর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- নারিকেল তেলঃ ছেলেদের চুলের জন্য নারিকেল তেল খুব ভালো কাজ করে। সব ধরণের চুলের জন্যই এই তেল অনেক উপকারি। এটি চুলকে খুশকি মুক্ত রাখে, চুলকে ময়শ্চারাইজ করে এবং চুলের বৃদ্ধি করে চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।
- অলিভ অয়েলঃ অলিভ অয়েল স্পর্শকাতর মাথার ত্বকের জন্য বেশি উপকারী। এটি মাথার স্কাল্পের সমস্যা দূর করে, ফুলকি মসৃণ করে এবং চুলের আঁকা ফাটা রোধ করে।
- বাদাম তেলঃ বাদামের তেলে থাকা ভিটামিন ই চুলের পুষ্ট জোগায় এবং এটি চুলকে সফট করে চুলের বৃদ্ধি করতে বেশ সহায়তা করে। তাই বাদামের তেল ছেলেদের চুলের জন্য অনেক ভালো।
- অ্যাভোকাডো তেলঃ খুব রুক্ষ, শুষ্ক, ভেঙে যাচ্ছে এমন ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য অ্যাভোকাড তেল বেশ উপকারী। এই তেল চুলকে গভীরভাবে ময়শ্চারাইজড করে চুলকে মজবুত ও ঝলমলে সুন্দর করে তোলে।
- ক্যাসটার অয়েলঃ ক্যাসটার অয়েল চুলের গোড়া শক্ত ও মজবুত করে। চুলের স্থায়ীত্ব ধরে রাখতে সাহায্য করে। আবার নিয়ম মেনে এই তেল ব্যবহার করলে নতুন চুলও গজায়।
কাজেই বুঝতেই পারছেন, ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো হবে। আর আপনার কোন তেলটি ব্যবহার করা উচিত।
যে বিষয়গুলো বিবেচনা করে চুলের জন্য তেল নির্বাচন করবেন
ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো সেই বিষয়টা জানার আগে আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, কোন কোন বিষয়গুলো বিবেচনা করে আপনি তেল নির্বাচন করবেন। কারণ চুলের সঠিক সমস্যা না জেনে আপনি তেল ব্যবহার করলে সেটা আপনার চুলের জন্য কোন উপকার করবেনা বরং অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কোন তেলটি আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ধারণ করার জন্য নিচের বিষয়গুলো বিবেচনা করুনঃ
- চুলের ধরণ
- মাথার ত্বকের সমস্যা
- খুশকির সমস্যা
- চুলে অন্যান্য সমস্যা
চলুন তাহলে চুলের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়া যাকঃ
- চুলের ধরণঃ আপনার চুল সুস্থ রাখতে চাইলে চুলের ধরণ অনুযায়ী আপনাকে তেল ব্যবহার করতে হবে। আপনার চুল শুষ্ক, তৈলাক্ত নাকি সাধারণ সেটা আগে নির্ধারণ করুন।
- মাথার ত্বকের সমস্যাঃ ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন চর্মরোগ বা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা সেটা আগে ভালোভাবে যাচাই করে নিন। তারপর চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তেল ব্যবহার করুন।
- খুশকির সমস্যাঃ শীতের মৌসুম, পেটের সমস্যা, পুষ্টিহীনতা ইত্যাদি বিভিন্ন কারণে আপনার মাথায় খুশকি দেখা দিতে পারে। খুশকি চুল পড়ার জন্য দায়ী। তাই মাথায় খুশকি থাকলে যেসব তেল ব্যবহার করা উচিত সে শব্দের ব্যবহার করুন।
- চুলে অন্যান্য সমস্যাঃ চুলের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। যেমন- চুল ভেঙ্গে যাওয়া, দুমুখো চুল, চুলের মসৃণতা হারিয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনার চুলে হতে পারে। এসব দিক বিবেচনা করে আপনাকে চুলের জন্য তেল নির্বাচন করতে হবে।
উপরের বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করার পর যদি আপনি তেল নির্বাচন করেন, তাহলে আপনার চুলের জন্য সঠিক তেল নির্ধারণ করতে পারবেন। আরো ভালোভাবে জানতে হলে আপনাকে জানতে হবে ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো। কারণ ছেলেদের চুলের বেশি সমস্যা দেখা দেয়।
জেনে নিন ১০টি ভালো ব্রান্ডের তেল সম্পর্কে
১০টি ভালো ব্রান্ডের তেল সম্পর্কে জানতে চেয়ে আপনি খুব করেছেন। কারণ এটি জানা আপনার জন্য খুবই জরুরি। তবে, কোন তেলটি আপনার চুলের জন্য সবচেয়ে ভালো হবে তা আপনার চুলের ধরণ, মাথার ত্বকের অবস্থা, ব্যাক্তিগত পছন্দ অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে। আসুন তাহলে ১০টি ভালো ব্রান্ডের তেল সম্পর্কে বিস্তারিত জেনে নিনঃ
কিছু জনপ্রিয় ও ভালো ব্রান্ডের তেলঃ
- পারসনাল কেয়ারঃ পারসনাল কেয়ার ব্রান্ডের তেলগুলো সাধারণত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। এই ব্যান্ডটি বিভিন্ন ধরনের চুলের জন্য বিভিন্ন ধরনের তেল তৈরি করে থাকে।
- হার্বাল এসেন্সঃ চুলের জন্য হার্বাল এসেন্স ব্রান্ডের তেল অনেক ভালো। এই ব্রান্ডটি আয়ুর্বেদিক উপাদান দিয়ে তেল তৈরি করে। এই ব্রান্ডের তেলগুলো চুলের বৃদ্ধি এবং মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
- বাবা রামদেব পাতঞ্জলিঃ আয়ুর্বেদিক তেলের জন্য অনেক জনপ্রিয় এই ব্রান্ডটি। এরা চুলের এক ধরনের নয় বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য তেল তৈরি করে থাকে।
- মামা আর্থঃ প্রাকৃতিক ও জৈব উপাদান দিয়ে তেল তৈরি করে মামা আর্থ নামক এই ব্রান্ডটি। তাই এদের তেলগুলো পরিবেশবান্ধব।
- দেবদূতঃ দেবদূত ব্রান্ডটি বিভিন্ন ধরনের চুলের সমস্যার জন্য বিভিন্ন রকম তেল তৈরি করে থাকে। এদের তেলগুলো সুলভ মূল্যে পাওয়া যায়।
- বেড হেডঃ এই ব্রান্ডটি সাধারণত যারা ফ্যাশন কনসিয়াস তাদের জন্য তেল তৈরি করে থাকে। এই তেল আপনার চুলকে চকচকে, সুন্দর ও উজ্জ্বল করে তোলে।
- কেশ কেয়ারঃ কেশ কেয়ার চলে যাবতীয় সমস্যা সমাধানের জন্য তেল তৈরি করে থাকে। এই তেলগুলো অনেকটা সুলভ মূল্যে পাওয়া যায়।
- হেয়ার গ্রোঃ এই ব্রান্ডটি নতুন চুল গজানো ও চুলের বৃদ্ধির জন্য বিশেষভাবে তেল তৈরি করে থাকে। এই তেল আপনার চুলের জন্য বেশি উপকার হবে।
- এলারগ্যানঃ এটিও চুলের তেলের জন্য একটি ভালো ব্র্যান্ড হিসেবে চিহ্নিত। চুলের বিভিন্ন সমস্যার জন্য এই ব্রান্ডটি তেল তৈরি করে থাকে। সাধারণত বিভিন্ন ফার্মেসীতে এই তেলগুলো আপনি পেয়ে যাবেন।
- নিউট্রোজিনাঃ এই ব্রান্ডটি ত্বক ও চুল উভয়ের জন্য বিভিন্ন রকমের পণ্য তৈরি করে থাকে। এজন্য এদের তেল গুলো এজন্য ভালো বলা হয় যে, এদের তেলগুলো সাধারণত ডার্মাটোলজিস্টদের দ্বারা পরীক্ষিত হয়।
ভালো ব্যান্ডের ১০টি তেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো সেটা বিবেচনা করে নিবেন। তবে, তেল ব্যবহরের পূর্বে চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
চুল পড়ার কারণ কি ?
চুল পড়া খুবই সাধারণ একটি সমস্যা। দিনে ৫০ থেকে ৮০টা চুল পড়লে সেটা স্বাভাবিক হিসেবে ধরা হয়। কিন্তু এর বেশি চুল পড়লে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চুল পড়া অনেক কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের সাথে আলোচনা করছি। চলুন তাহলে জেনে চুল পড়ার কারণগুলোঃ
- আনুবামিক কারণঃ অনেক সময় জিনগত কারণে চুল পড়তে পারে। বংশগত কারণে অনেক সময় চুল পড়ে থাকে। আপনার যদি এরকম কোন সমস্যা হয়ে থাকে তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- হরমোনের পরিবর্তনঃ হরমোনের পরিবর্তনের কারণে চুল পড়ে। থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইত্যাদি হরমোনের পরিবর্তন হলে চুল পড়তে পারে।
- পুষ্টির অভাবঃ পুষ্টির অভাবে চুল পড়ে যেতে পারে। আইরন জিংক প্রোটিন ভিটামিন ডি ইত্যাদির অভাবে চুল পড়তে পারে।
- মাথা ত্বকের সমস্যাঃ মাথার স্ক্যাল্প-এ ফাঙ্গাস, কোন চর্মরোগ, খুশকি ইত্যাদি সমস্যা দেখা দিলে চুল পড়তে পারে।
- ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াঃ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুল পড়তে পারে। আবার কিছু হাই পাওয়ারের ওষুধ আছে যে গুলো চুল পড়ার কারণ হিসেবে ধরা যেতে পারে।
- মানসিক চাপঃ বেশি টেনশন করলে বা দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকলে চুল পড়া সম্ভাবনা বেড়ে যায়। তাই মানসিক চাপ চুল পড়ার একটি কারণ।
- অসুস্থতাঃ অতিরিক্ত জ্বর, গর্ভাবস্থায় ইত্যাদি বিভিন্ন অসুস্থতার কারণে চুল পড়ে যেতে পারে।
- চুলের যত্নের ভুল পদ্ধতিঃ অতিরিক্ত চুল শ্যাম্পু করা, গরম পানিতে চুল ধোয়া, চুলের উপর রাসায়নিক পদার্থের ব্যবহার, গোসলের পর ভেজা চুল ভালোভাবে না শুকানো ইত্যাদি চুলের যত্নের ভুল পদ্ধতিতে আপনার চুল পড়া বেড়ে যেতে পারে।
তাইতো, চুল পড়া কমাতে চুলের তেলের মেসেজ ভীষণ দরকার। এজন্য ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো সে সম্পর্কে জানুন। আর উপরের চুল পড়ার কারণগুলোর মধ্যে যেকোনো একটি কারণ দেখা দিলেও আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
কেন চুলে তেল দিতে হয় ?
আপনি ছেলে হন আর মেয়ে হন আপনাকে নিয়মিত চুলের তেল দিতে হবে। তেল হল চুলের খাবার।গাছে যেমন নিয়মিত সার না দিলে গাছ সতেজ ও সুন্দর থাকে না। ঠিক তেমনি চুলে নিয়মিত তেল না দিলে চুল ঝলমলে, সুন্দর ও উজ্জ্বল থাকে না । চুলে নিয়মিত তেল না দিলে চুল পুষ্টিহীনতার কারনে ঝরে পড়ে। তাই চুল স্বাস্থ্যোজ্জল, সুন্দর ও মজবুত রাখতে হলে আপনাকে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে। চলুন তাহলে জেনে নিন চুলে কেন তেল দিতে হয়-
- মশ্চারাইজেশনঃ চুলে তেল দেওয়ার প্রথম কারণ হচ্ছে, তেল চুলকে মশ্চারাইজ করে। তেল দিলে চুলের রুক্ষতা, শুষ্কতা ও চুল ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এতে চুল মসৃণ ও সুন্দর হয়।
- চুলের বৃদ্ধিঃ তেল চুলের গোড়াতে পুষ্টি যোগিয়ে চুলের গোড়া শক্ত ও মজবুত করে। এটি চুলের বৃদ্ধিতেও সহায়তা করে।
- মাথার স্বাস্থ্যঃ নিয়মিত চুলে তেল দিলে মাথার ত্বক ভালো থাকে। তেল মাথার ত্বককে ময়েশ্চারাইজড করে এবং খুশকি দূর করে।
- চুলের আয়ু বাড়ায়ঃ নিয়মিত তেল ব্যবহার করলে চুলের আয়ু বৃদ্ধি পায়। এটি চুলের ভেঙে যাওয়া এবং ঝরে পড়া রোধ করে। এজন্য চুল দীর্ঘদিন ভালো থাকে।
- চুলের অকালপক্কতা রোধ করেঃ এখন অনেক অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে। আপনি যদি নিয়মিত তেল ব্যবহার করেন তাহলে আপনার চুল অকালে পেকে যাবে না। তেল ব্যবহারে আপনার চুল হবে ঘন কালো ও মসৃণ।
- চুলের ঘনত্ব বৃদ্ধিঃ আপনি যদি সঠিক নিয়মে তেল ব্যবহার করতে পারেন তাহলে আপনার মাথার ত্বকে নতুন নতুন চুল গজাবে এবং চুলের ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাবে।
কতদিন পরপর চুলে তেল দিতে হয়
চুলে শুধু তেল দিলেই হবে না। একটি নির্দিষ্ট সময় মেনে চুলে তেল দিতে হয়। তা না হলে তেল চুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনাকে অবশ্যই আপনার চুলের ধরন, মাথার ত্বকের স্বাস্থ্য অনুযায়ী তেল দিতে হবে। তেল দিয়ে আপনার চুলের জন্য উপকার পেতে হলে আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে তেল দিতে হবে। চলুন তাহলে কতদিন পর পর তেল দিলে চুলের জন্য ভালো হবে সেটা জেনে নিন-
- শুষ্ক চুলঃ আপনার চুল যদি অনেক বেশি শুষ্ক ও রুক্ষ হয় তাহলে সপ্তাহে তিন থেকে চার দিন আপনার চুলে ভালোভাবে তেল মেসেজ করা উচিত। এতে চুলের রক্ষতা দূর হয়ে চুল মসৃণ ও সফট হবে।
- তৈলাক্ত চুলঃ যদি আপনার চুল তৈলাক্ত হয় তাহলে সপ্তাহে একবার তেল দিলেই আপনি তেলের উপকারিতা পাবেন। তৈলাক্ত চুলে অতিরিক্ত তেল ব্যবহার না করাই উত্তম।
- সাধারণ চুলঃ আপনার চুলের ধরন যদি সাধারণ হয়ে থাকে তাহলে আপনি সপ্তাহে দুইবার তেল ব্যবহার করলেই ফলাফল পেয়ে যাবেন।
তেল ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই আপনার চুলের ধরন, মাথার স্কেলপের ধরন ও চুলের সমস্যা অনুযায়ী তেল ব্যবহার করতে হবে। এজন্য আপনাকে জানতে হবে ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো । তাছাড়া ডাক্তারের পরামর্শ নিয়েও আপনার সুবিধামতো আপনি তেল ব্যবহার করতে পারেন।
ছেলেদের চুলে তেল দেওয়ার নিয়ম
ছেলেদের চুলে তেল দেওয়ার নিয়ম সম্পর্কে জানলে ভালো ফলাফল পাওয়া যায় সেটা হয়তো অনেকেই জানেন না। চুলে তেল ব্যবহারের একটি নিয়ম আছে, সেই নিয়ম অনুসরণ করে চুলে তেল ব্যবহার করলে তেলের উপকারিতা পাবেন শতভাগ। আর আপনি যদি সঠিক নিয়মে চুলে তেল ব্যবহার না করেন তাহলে তেলের গুণাগুণ শতভাগ পাবেন না। তাই আপনা চুলকে সুন্দর, ঘন, কালো ও স্বাস্থ্য উজ্জ্বল রাখতে নিয়মগুলো মেনে চুলে তেল দিন। এজন্য আপনার আগে জানতে হবে ছেলেদের চুলে তেল দেওয়ার নিয়ম। নিচে তেল ব্যবহারের সঠিক নিয়ম তুলে ধরা হলোঃ
- হালকা গরম করুনঃ একটা বাটিতে কিছু তেল নিয়ে সেই তেল হালকা গরম করে নিন। মনে রাখবেন, তেল যেন আবার বেশি গরম না হয়, একেবারে হালকা কুসুম গরম যেন হয়। বেশি গরম তেল চুলে দিলে চুলের অনেক ক্ষতি হবে।
- মাথায় মেসেজ করুনঃ এই হালকা কুসুম গরম তেল চুলে গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে ম্যাসেজ করুন। ভালো ফলাফল পেতে কিছু সময় ধরে চুলে হালকা কুসুম গরম তেল ম্যাসেজ করুন।
- কয়েক ঘন্টা রাখুনঃ তেল ম্যাসেজ করে চুলে রেখে দিন কয়েক ঘন্টা যাতে তেলটা চুলে ভালোভাবে শোষণ করে। তেল চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে পৌঁছে গেলে তবেই তা আপনার চুলের জন্য উপকারী হবে।
- শ্যাম্পু করুনঃ এবার চুলটা অবশ্যই ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় অনেক বেশি পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিতে হবে যাতে চুলে কোন শ্যাম্পু লেগে না থাকে।
ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম কি সেটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন, কারণ একেক জনের চুলের ধরণ, মাথার ত্বকের সমস্যা ও চুল পড়ার কারণ একেক রকম। তবে কিছু তেল আছে যেটা সাধারণত চুল পড়া কমাতে সাহায্য করে। এসব তেল আপন্র চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া সমস্যার সমাধান হতে পারে। আসুন তাহলে চুল পড়া বন্ধ করতে এক নাম্বার তেল সম্পর্কে জেনে নিন-
ছেলেদের চুল পড়া বন্ধের সাহায্য করতে পারে এমন কিছু তেলঃ
- নারিকেল তেলঃ নারিকেল তেল চুলে প্রাকৃতিক ভাবে আদ্রতা যোগায় এবং চুলের গোড়া মজবুত করে। এ তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা খুশকি অন্যান্য সংক্রমণ দূর করতে সাহায্য করে।
- ক্যাস্টর অয়েলঃ চুল পড়া বন্ধের জন্য ক্যাস্টর অয়েল বেশ জনপ্রিয়। এই তেল চুলের বৃদ্ধি উদ্দীপিত করে এবং চুলের গোড়া মজবুত করে। চুল পড়া রোধ করতে এই তেল বেশ ভালো কাজ করে। ক্যাস্টর অয়েলে রয়েছে রিকিনোলিক অ্যাসিড যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায়।
- ব্রাহ্মী তেলঃ আয়ুর্বেদিক চিকিৎসায় ব্রাহ্মী তেল চুলে যত্নে বহুল ব্যবহৃত হয়। এই তেল আপনার মাথা ঠান্ডা রাখে, চুলের গোড়া মজবুত করে এবং চুলের অকালপক্কতা রোধ করে । চুলের বৃদ্ধি উদ্দীপিত করতে সাহায্য করে।
- অলিভ অয়েলঃ অলিভ অয়েল চুলে আদ্রতা ধরে রাখে এবং চুলের মসৃণতা বজায় রাখে। এই তেলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অলিভ অয়েল চুলে জট বাঁধতে দেয় না, ফলে চুল আঁচানোর সময় চুল ছেড়ার ভয় থাকে না।
চুল পড়া বন্ধ করতে কয়েকটি অতি ব্যবহৃত ও পরিচিত তেল সম্পর্কে আলোচনা করা হলো। এখন আপনাকে নির্বাচন করতে হবে যে, ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
কিছু গুরুত্বপূর্ণ টিপসঃছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো
ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো তা নিয়ে আপনাদের জন্য ব্যাপক আলোচনা করেছে। এখন আপনাকে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিবো, যা আপনার চুলের জন্য যথেষ্ট উপকারী হবে। আপনার চুলে তেল ব্যবহারে এই টিপসগুলো অনুসরণ করলে নিশ্চয়ই অনেক লাভবান হবেন। আসুন তাহলে জেনে নিন চুলের যত্নে গুরুত্বপূর্ণ সেই টিপসগুলো কি কি -
- তেল মাথায় ভালোভাবে মালিশ করে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করুন। প্রয়োজনে তেল লাগানোর একঘন্টা পর চুলে ভালো প্রাকৃতিক প্যাক লাগানোর ২০ থেকে ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু কনতে পারেন।
- সপ্তাহে দুই থেকে তিনবার আপনার চুলে তেল লাগান। খুব ফলাফল পেতে হালকা কুসুম গরম (মোটেও গরম তেল নয়) তেল ব্যবহার করুন।
- পরবর্তীতে যাতে তেল ব্যবহার করে বিপদে না পড়েন তাই তেল ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেন যাতে মাথার ত্বকে কোন অ্যালার্জি বা রাশের সমস্যা না হয়।
- কোনো তেল ব্যবহার করার আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
- উপরের টিপস নিশ্চয়ই আপনার চুলে তেল ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগবে। আর ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো সেটাও বুঝতে পারবেন।
লেখকের শেষ বক্তব্যঃ ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো।
ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্যই চুলের তেল দেওয়া অত্যন্ত জরুরী। তেল ছাড়া স্বাস্থ্যকর, মজবুত ও সুন্দর চুল কখনোই আশা করা যায় না। তবে, আজকে আমাদের আলোচ্য বিষয় ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো। এই বিষয়ে আমরা আজকের আর্টিকেলে ব্যাপক আলোচনা করেছি।বর্তমান সময়ে বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত প্রসাদনই ব্যবহার করে চুলের উপকারের বদলে আরো ক্ষতি করে ফেলছি। চুলের এই ক্ষতি রিপেয়ার করার জন্য আমাদের চুলে তেল ব্যবহার করতে হবে।বর্তমানে ছেলেদের চুলের এ ধরনের সমস্যা বেশি দেখা দিচ্ছে। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকে আমরা ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো তা নিয়ে আলোচনা করেছি।
আশা করছি উপরে আর্টিকেলটি অনেক মন দিয়ে পড়েছেন। পড়ে নিশ্চয়ই জানতে পেরেছেন যে ছেলেদের চুলের জন্য কোন তেল সবচেয়ে ভালো। আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর্টিকেলটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত ওয়েবসাইটে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরকম আরো প্রয়োজনীয় তথ্য নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আপনার জন্য রইল শুভকামনা।
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url