মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা সম্পর্কে জানুন
পেইজ সূচীপত্রঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা সম্পর্কে জানুন ।
- ক্রেডিট কার্ড কাকে বলে ?
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার নিয়ম।
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন ধরণের ক্রেডিট কার্ড।
- এমটিবি ক্রেডিট কার্ডের কিছু জনপ্রিয় ফিচার।
- ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি।
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা।
- এমটিবি ক্রেডিট কার্ড বিল পরিশোধে সমস্যা হলে কি করবেন ?
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার ঝুঁকি।
- এমটিবির ক্রেডিট কার্ড নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরী।
- লেখকের শেষ বক্তব্য।
ক্রেডিট কার্ড কাকে বলে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার নিয়ম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অত্যন্ত জনপ্রিয় একটি আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। যদি আপনার কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকে তাহলেই আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই নির্দিষ্ট যোগ্যতাগুলোর কোনো একটি কম থাকলেও ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিবে না। আপনার এই যোগ্যতা গুলো যাচাই করা হয় সাধারণত আপনার আর্থিক স্থিতিশীলতা এবং ক্রেডিট ইতিহাসের উপর ভিত্তি করে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনার যে নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলো নিচে তুলে ধরা হলো-
- বয়স- ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনার বয়স সাধারণত কমপক্ষে ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- বাংলাদেশের নাগরিক- ক্রেডিট কার্ডের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- স্থায়ী ঠিকানা- আপনার নিজের একটি স্থায়ী ঠিকানা অবশ্যই থাকতে হবে। স্থায়ী ঠিকানা পুরোটাই ব্যাংক নিবে।
- আয়ের প্রমাণ- আপনি যেহেতু ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন তাই নিশ্চয়ই আপনার আয়ের একটি উৎস আছে। আপনার আয় স্থিতিশীল ও চলমান কিনা সেটার প্রমান চাইবে ব্যাংক আপনার কাছে। এজন্য আপনার বেতন স্লিপ, আয়ের ঘোষনা বা অন্য কোন উপযুক্ত দলিল থাকতে হবে, যেটা আপনি আপনার স্থিতিশীল ও চলমান আয়ের প্রমান সরূপ ব্যাংকে জমা দিতে পারবেন।
- ব্যাংক একাউন্ট- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা অন্য যেকোন ব্যাংকে আপনার একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- ভালো ক্রেডিট ইতিহাস- যদি আপনার কোন ব্যাংকে আগে কোন ক্রেডিট কার্ড বা লোন থাকে, তাহলে আপনার ক্রডিট ইতিহাস অবশ্যই ভালো হতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন ধরণের ক্রেডিট কার্ড
- এমটিবি ক্লাসিক ক্রেডিট কার্ড।
- এমটিভি গোল্ড ক্রেডিট কার্ড।
- এমটিবি মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড।
- এমটিবি মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড।
- এমটিবি ইউনিয়নপে প্লাটিনাম ক্রেডিট কার্ড।
- এমটিবি ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড।
- এমটিবি ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড।
এমটিবি ক্রেডিট কার্ডের কিছু জনপ্রিয় ফিচার
- এমরিওয়ার্ডজঃ আপনি কার্ড ব্যবহার করলে আপনার পয়েন্ট জমা হবে। সেই জমাকৃত পয়েন্ট ব্যবহার করে আপনি বিভিন্ন পণ্য ও সেবা কিনে উপভোগ করতে পারবেন। এই ধরণের ফিচার ব্যবহার করে গ্রাহক হিসেবে আপনি অবশ্যই আনন্দিত হবেন।
- এমটিবি ডিলাইটঃ এমটিবির কার্ড ব্যবহার করে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে ডিসকাউন্ট এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই ফিচারটি ভোজনরসিক কাস্টমারদের বেশ আকৃষ্ট করে।
- ফ্লেক্সি পেঃ এমটিবির ক্রেডিট কার্ডের অনেক জনপ্রিয় ফিচার এটি। বিল পরিশোধ করতে আপনার সমস্যা হলে আপনি আপনার পছন্দমতো কিস্তিতে বিল পরিশোধ করতে পারবেন। এই ধরণের ফিচার পেলে তো কাস্টমার ব্যাপক খুশি হয়।
- এমটিবি ইনস্টলমেন্ট পারচেজ প্রোগ্রামঃ এমটিবি কার্ডের এই ইনস্টলমেন্ট সুবিধার মাধ্যমে আপনার বড় কোন খরচকে আপনি সহজে পরিচালনা করতে পারবেন। এমটিবির গ্রাহকদের জন্য বেশ আকর্ষণীয় ফিচার এটি।
ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি
- অনলাইনে আবেদনঃ আপনি ক্রেডিট কার্ডের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন।
- শাখায় আবেদনঃ আপনি আপনার নিকটস্থ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় সরাসরি নিজে গিয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে ব্যাংক আপনাকে আবেদন ফরম দিবে সেই ফরম পূরণ করে আপনাকে ব্যাংকে আবার জমা দিতে হবে।
- আবেদনের সময় সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজনঃ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার সময় আপনার যেসব কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো নিচে তুলে ধরা হলো-
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপিঃ আপনার জাতীয় পরিচয়পত্রের স্পষ্ট ফটোকপি লাগবে।
- বাসস্থানের প্রমাণঃ আপনার নিজ বাসস্থানের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, বিদ্যুৎ বিল ইত্যাদির ফটোকপি লাগবে।
- আয়ের প্রমাণঃ আপনার ইনকাম স্থিতিশীল ও চলমান কিনা সেটা প্রমাণ করার জন্য প্রমাণ হিসেবে বেতন স্লিপ, আয়ের ঘোষণা ইত্যাদির কপি লাগবে।
- পাসপোর্ট সাইজ ছবিঃ আপনার স্পষ্ট ও কালারিং দুইকপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- ব্যাংক একাউন্ট স্টেটমেন্টঃ বর্তমান ব্যাংকের যে একাউন্টে আপনি লেনদেন করছেন সেই একাউন্টের গত দুই তিন মাস আগে থেকে বর্তমান পর্যন্ত একটি স্টেটমেন্টের কপি লাগবে।
- মনে রাখবেনঃ ক্রেডিট কার্ডের জন্য আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং শর্তাবলী ব্যাংকের শাখা বা ওয়েবসাইটে পরিবর্তন হতে পারে। তাই, আবেদন করার আগে অবশ্যই আপনাকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে সর্বশেষ শর্তাবলী সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করে নিতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা
- বিভিন্ন ধরনের কার্ডঃ মিচেল ট্রাস্ট ব্যাংক তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন ধরনের কার্ড সুবিধা দিয়ে থাকে যেমন ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম, ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী ও জীবনযাত্রা সুবিধার্থে যে কার্ডটি আপনার উপযুক্ত সেটি আপনি নিতে পারেন।
- সুবিধাজনক লেনদেনঃ দৈনন্দিন কেনাকাটা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ভ্রমণ ইত্যাদি সব ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝামেলা থাকে না যার ফলে বিভিন্ন দুর্ঘটনা যেমন-চুরি ছিনতাই ইত্যাদি এড়াতে পারবেন।
- ইনস্টলমেন্ট সুবিধাঃ আপনি যদি কোন দামি পণ্য কিনে এককালীন বড় অংকের টাকা খরচ করতে না চান তাহলে সে ক্ষেত্রে আপনি ইনস্টলমেন্টে টাকা পরিশোধ করার সুবিধা পাবেন।
- ক্যাশব্যাক ও ছাড়ঃ অনেক সময় অনেক কাজ রয়েছে যেগুলোতে ক্যাশ ব্যাক ও ছাড়। এই কাশব্যাক ও ছাড়ের মাধ্যমে আপনি অনেক সময় আপনার কেনাকাটা করতে অতিরিক্ত সুবিধা পেতে পারেন।
- সুরক্ষাঃ ইএমভি চিপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ডে, এই প্রযুক্তি ক্রেডিট কার্ডের নিরাপত্তা নিশ্চিত করে।
- অনলাইন ব্যাংকিংঃ এমটিবি এর রয়েছে অনলাইন ব্যাংকিং সুবিধা। যার ফলে আপনি যে কোন সময় যে কোন জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট মনিটর করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
- বিশ্বব্যাপী গ্রহণ যোগ্যতাঃ দেশের বাইরে ভ্রমণ করলেও আপনি নির্দ্বিধায় মিচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে পারবেন। কারণ এমটিবি ক্রেডিট কার্ডের রয়েছে সারা বিশ্বব্যাপী ব্যাপক গ্রহণযোগ্যতা।
- গ্রাহক সেবাঃ মিজেল ট্রাস্ট ব্যাংকের গ্রাহক সেবা অফিস সর্বদা আপনার পাশে থাকবে। আপনার কার্ডের যেকোন সমস্যা হলে আপনি সাথে সাথে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং মুহূর্তেই সমাধান পেয়ে যাবেন।
এমটিবি ক্রেডিট কার্ড বিল পরিশোধে সমস্যা হলে কি করবেন
- হেল্পলাইনে কল করুনঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে আপনার বিল পরিশোধে সমস্যার কথা জানান। তাদের হেল্পলাইন অনেক এক্টিভ, তারা আপনাকে দ্রুত সমাধানের জন্য বিস্তারিত দিক নির্দেশনা দিবে।
- ব্যাংকের যেকোন শাখায় যানঃ ব্যাংকের যেকোন শাখায় বা আপনার নিকটস্থ শাখায় গিয়ে ব্যাংক অফিসারের সাথে আপনার সমস্যাটা শেয়ার করে সমাধান চান।
- ইমেইল বা ম্যাসেজ দিনঃ এমটিবির ওয়েবসাইট ইমেইল করুন বা ম্যাসেজ দিয়েও সমস্যার কথা বলে সমাধান পেতে পারেন।
- বিলের সঠিকতা নিশ্চিত করুনঃ বিল পরিশোধ করতে গিয়ে আপনি কোন ভুল তথ্য দিয়েছেন কিনা সেটা যাচাই করুন।
- অতিরিক্ত চার্জঃ আপনার বিলের সাথে কোনো অতিরিক্ত চার্জ যোগ হয়েছে কিনা সেটা ভালোভাবে খেয়াল করুন।
- আয়-ব্যয়ের হিসাব করুনঃ আপনার মাসিক ইনকাম কত এবং খরচ কত হচ্ছে সেটার একটি কমপ্লিট তালিকা তৈরি করুন।
- অপ্রয়জনীয় খরচ কমানঃ যতটা সম্ভব আপনার প্রয়োজনের অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন।
- অতিরিক্ত আয়ের উৎসঃ আপনার যদি বর্তমান আয় ব্যায়ের জন্য পর্যাপ্ত না হয় তাহলে একটি আয়ের উৎসের উপর নির্ভর না করে আপনি অতিরিক্ত আয়ের উৎস খুঁজুন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার ঝুঁকি
- ঋণের বোঝাঃ ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনি টাকাটা ব্যয় করছেন সেটা আসলে আপনি ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। এই ঋণ আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারেন, তাহলে আপনাকে উচ্চ সুদ দিতে হবে। যার ফলে আপনার ঋণের বোঝা দিন দিন বাড়বে।
- অতিরিক্ত খরচঃ ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করার সময় অনেকেরই খরচের দিকে তেমন খেয়াল থাকেনা, তাই বেশি কেনাকাটা করে ফেলে। কিন্তু নগদ টাকা দিয়ে কেনাকাটা করার সময় তুলনামূলক ভাবে মানুষ কম খরচ করে। তাই ক্রেডিট কার্ড থাকলে অনেকেই অতিরিক্ত খরচ করে ফেলে।
- সাইবার নিরাপত্তার ঝুঁকিঃ সব সময় নিরাপদ ওয়েবসাইট ব্যবহার এবং ক্রেডিট কার্ডের সকল তথ্য গোপন রাখুন। কেননা অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য অনেক সময় সাইবার অপরাধীদের হাতে ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
- চুরি বা হারিয়ে যাওয়ার ঝুঁকিঃ যদি আপনার কার্ডটি কোন কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আর কার্ডটি যদি অসৎ ব্যাক্তির হাতে পড়ে তাহলে আপনার নামে অবৈধ লেনদেন করতে পারবে। কাজেই এই ব্যাপারেও একটি বিশাল ঝুঁকি থেকে যায় ক্রেডিট কার্ড ব্যবহারে।
এমটিবির ক্রেডিট কার্ড নেওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরী
- আপনার প্রয়োজন- আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এমটিবির বিভিন্ন কার্ডের মধ্যে একটি কার্ড নির্বাচন করুন। আপনার প্রতিদিনের কেনাকাটা, ভ্রমণ, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ইত্যাদি কাজগুলোর উপর ভিত্তি করে আপনার কোন কার্ডটি আপনার কাজের জন্য উপযুক্ত সেই কার্ডটি বেছে নিন।
- কার্ডের ফিঃ কার্ডের যে একটি নির্ধারিত ফি রয়েছে সেটা সম্বন্ধে অবশ্যই আপনি অবগত। কার্ডের ফি স্ট্রাকচার ভালোভাবে দেখুন এবং বুঝুন। কারণ বিভিন্ন কার্ডের বিভিন্ন ধরনের ফ্রি নির্ধারণ করা হয়েছে। কাজেই ফি গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে।
- সুদহারঃ আপনি যদি কোন কারনে ক্রেডিট কার্ডের পুরো বিল পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে সুদ সহকারে পরিশোধ করতে হবে। কাজেই সুদের হার কত সে বিষয়ে ভালোভাবে ব্যাংক থেকে জেনে নিন। আপনি নিজে বুঝতে না পারলে ব্যাংকের অফিসারদের সাহায্য নিন।
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url