নতুন গুগল একাউন্ট কিভাবে খুলব জানুন
পোস্ট সূচীপত্রঃ নতুন গুগল একাউন্ট কিভাবে খুলব।
- গুগল একাউন্ট কি ?
- গুগল একাউন্ট সম্পর্কে কিছু কথা।
- গুগল একাউন্ট কেন ব্যবহার করবেন ?
- গুগল একাউন্ট দিয়ে আপনি কি কি করতে পারবেন ?
- গুগল একাউন্ট কে খুলতে পারবে ?
- নতুন গুগল একাউন্ট কিভাবে খুলব ?
- নতুন গুগল একাউন্ট খুললে যে গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার।
- গুগল একাউন্ট ব্যবহারের কিছু অসুবিধা।
- গুগল একাউন্ট ডিলিট করার পদ্ধতি।
- শেষ বক্তব্য। নতুন গুগল একাউন্ট কিভাবে খুলব।
গুগল একাউন্ট কি ?
গুগল একাউন্ট আপনার জন্য অবশ্যই অতিবে প্রয়োজনীয় একটি জিনিস। গুগল একাউন্টে আপনার একটি একাউন্ট করা থাকলে আপনি গুগলের বিভিন্ন সেবা যেমন ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ ইত্যাদি ব্যবহার করার একটি একক পরিচয় পেয়ে যাবেন। আপনি যদি কেবল একবার গুগল একাউন্ট খুলেন তাহলে গুগল প্রদত্ত যে সকল সেবা রয়েছে সেগুলো ব্যবহারের সময় আপনাকে বারবার লগইন করতে হবে না। যার ফলে গুগল প্রদত্ত সকল সেবা ব্যবহার আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
গুগল একাউন্ট আপনার যেকোনো ধরনের ব্যক্তিগত তথ্য যেমন-ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পাসওয়ার্ড ও পরিচিতি সংরক্ষণ করে রাখার জন্য একটি অত্যন্ত নিরাপদ জায়গা দেয়, যাতে করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন সময় তা ইন্টারনেটের সাহায্যে এক্সেস করতে পারেন। গুগল একাউন্ট এর কাজ আসলে অনেক নিরাপদ এবং সুবিধাজনক। যেটা আপনি আপনার ইচ্ছামত ও প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।
গুগল একাউন্ট সম্পর্কে কিছু কথা
গুগল একাউন্ট হল একটি বিশেষ অনলাইন পরিষেবা যা গুগল এর বিভিন্ন পণ্য ও সার্ভিস ব্যবহারের জন্য অতীব প্রয়োজনীয়। গুগল অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে গুগল আপনার সকল ব্যক্তিগত তথ্য গোপনীয়তার সাথে সংরক্ষিত রাখে। যার ফলে সাধারণত গুগলে দেয়া আপনার সকল তথ্য নিরাপদ ও সুরক্ষিত থাকে। নেট দুনিয়ায় গুগল অ্যাকাউন্ট প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি গুগলে সবগুলো সেবা ব্যবহার করতে পারবেন অনায়াসে। গুগলের সেবাগুলো হচ্ছে জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ফটোস, গুগল ম্যাপস, গুগল ক্যালেন্ডার ইত্যাদি সহ আরো অনেক কিছু। আপনার জীবনকে আরও সুন্দর ও সহজ করার জন্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার। তাই আপনি একটি গুগল একাউন্ট খুলুন এবং আপনার কাজের গতিপথ সরল ও সুন্দর করুন।
গুগল একাউন্ট কেন ব্যবহার করবেন
গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার অনেক কারণ রয়েছে। এই ইন্টারনেটের যুগে আপনার অবশ্য একটু গুগল একাউন্ট থাকা প্রয়োজন। গুগল অ্যাকাউন্ট থাকার ফলে আপনারা সব কাজ আপনি সহজেই সেরে ফেলতে পারবেন। তাই আপনার এই ধরনের একটা একাউন্ট থাকা প্রয়োজন। চলুন তাহলে জেনে নেয়া যাক গুগল একাউন্ট কেন ব্যবহার করবেন। গুগল অ্যাকাউন্ট ব্যবহার করার কারণ নিচে তুলে ধরা হলোঃ
- সকলকিছু একটি জায়গাতেঃ গুগল একাউন্ট ব্যবহারের ফলে গুগল প্রদত্ত সবগুলো সেবা আপনি একটি জায়গাতেই সংযুক্ত রাখতে পারবেন।
- ব্যবহার করা সহজঃ গুগল প্রদত্ত সেবা গুলো ব্যবহার করার জন্য আপনাকে বারবার লগইন করতে হবে না একবার লগইন করলেই সবগুলো সেবা আপনি যেকোন সময় ব্যবহার করতে পারবেন।
- সর্বোচ্চ সুরক্ষিতঃ টু স্টেপ যাচাইকরণের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি আপনি আরো অনেক বেশি নিরাপদ রাখতে পারবেন। যেটা আপনার জন্য অনেক ফলপ্রসূ হবে।
- সিঙ্ক্রোনাইজেশনঃ এই অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে আপনারা সকল তথ্য সব ডিভাইসে সিঙ্ক্রোনাইজড হয়ে থাকবে।
গুগল একাউন্ট দিয়ে আপনি কি কি করতে পারবেন
গুগল একাউন্ট দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। ইন্টারনেটের ব্যবহার করে এই একাউন্ট আপনার সব কাজ সহজ থেকে সংস্কার করে তুলবে।গুগলের যেকোনো সেবা আপনি খুব সহজেই পেতে পারেন আপনার এই একাউন্টটি ব্যবহার করে।গুগল একাউন্ট ব্যবহার করা এতটাই সুবিধা জানো ইন্টারনেট ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোন সময় গুগলের কাজগুলো সেরে ফেলতে পারবেন। চলুন তাহলে জেনে নিন গুগল একাউন্ট দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। গুগল একাউন্ট দিয়ে আপনি যেসব কাজ করতে পারবেন সেগুলো নিচে তুলে ধরা হলোঃ
- ইমেইলঃ আপনার একটি জিমেইল আইডি ব্যবহার করে আপনি যেকোনো সময় আপনার প্রয়োজনীয় ইমেইল পাঠাতেও পারবেন আবার গ্রহণ করতেও পারবেন।
- ভিডিও দেখাঃ ইচ্ছেমতো আপনার প্রয়োজনীয় ভিডিও ইউটিউবে দেখতে পারবেন, আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে পারবেন এবং সুন্দর মত একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন।
- ফাইল যথাযথ সংরক্ষিত রাখাঃ গুগল ড্রাইভে আপনার প্রয়োজনীয় সব ধরণের ফাইল সংরক্ষণ করতে পারবেন, যাতে করে আপনার দরকার মতো আপনি তা ব্যবহার করতে, প্রয়োজনে শেয়ার করতে ও অন্যকে সহযোগিতা করতে পারবেন।
- অনলাইন ক্যালেন্ডারঃ আপনার কার্যদিবস ও ইভেন্টগুলির একটি সুন্দর তালিকা তৈরি করে যেদিন যেটা প্রয়োজন সেদিন সেটা যথাযথ পরিচালনা করতে পারবেন অনলাইন ক্যালেন্ডার ব্যবহার করে।
- ম্যাপ ব্যবহারঃ চেনা-অচেনা,কিংবা কাছে-দূরে যেকোনো জায়গায় যাওয়ার একটি নির্দেশনা আপনি পেতে পারেন গুগল ম্যাপস ব্যবহার করে। এতে সব ধরনের রাস্তা চিনে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন খুব সহজেই।
- অনলাইন ডকুমেন্টসঃ গুগল শীটস, গুগল ডক্স এবং স্লাইডস ব্যবহার করে আপনার সব ধরনের ডকুমেন্টস, স্প্রেডশীট এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আবার সেগুলো সংরক্ষণ রাখতে পারবেন।
- অনলাইন স্টোরঃ বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন ধরনের গেম ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে।
- অনলাইন স্টোরেজঃ আপনার যেকোনো ধরনের ছবি এবং ভিডিও সংরক্ষণ রাখতে পারবেন গুগল ফটোস-এ।
- মোবাইল নাম্বার স্টোরেজঃ আপনার প্রয়োজনীয় ফোন নাম্বার গুলো এবং ইমেইল এড্রেস সংরক্ষণ রাখতে পারবেন গুগলে।
গুগল একাউন্ট কে খুলতে পারবে
গুগল একাউন্ট খোলার জন্য একদম নির্দিষ্ট করে কোন যোগ্যতার প্রয়োজন হয় না। সাধারণত যে কেউ কিছু মৌলিক তথ্য ইন্টারনেটে ব্যবহার করে গুগল একাউন্ট খুলতে পারবে। তবে গুগল একাউন্ট খোলার জন্য কিছু অবশ্যই শর্ত প্রযোজ্য। যেমন-
- বয়সঃ সাধারণত ১৩ বছর বা তার উর্ধ্বে যাদের বয়স তারা গুগল একাউন্ট খুলতে পারবে। অভিভাবকদের অনুমতি নিয়ে অনেক দেশে ১৩ বছরের কম বয়সী মানুষ ও গুগল একাউন্ট খুলতে পারে। আবার কিছু কিছু দেশে একটি নির্দিষ্ট বয়স না হলে গুগল একাউন্ট খুলতে পারবে না।
- ইমেইল আইডিঃ যেহেতু ইমেইল আইডি গুগল একাউন্টে ইউজার নেম হিসেবে কাজ করে, তাই যে একাউন্ট খুলবে তার একটি ইমেইল আইডি অবশ্যই থাকতে হবে।
- পাসওয়ার্ডঃ গুগল একাউন্ট খোলার অন্যতম শর্ত হলো একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ।
- ব্যক্তিগত তথ্যঃ গুগল একাউন্ট খোলার জন্য কিছু ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে হতে পারে যেমন-আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি।
শর্তাবলী মানতে এই অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই গুগলের পরিষেবার শর্তাবলী মেনে নিতে হবে।
নতুন গুগল একাউন্ট কিভাবে খুলব।
আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন আর আপনার যদি কোন গুগল একাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনার একটি একাউন্ট খোলা উচিত। গুগল একাউন্ট খোলা এমন কোন কঠিন কাজ নয়। খুব সহজেই আপনি একটি নতুন গুগল একাউন্ট খুলতে পারবেন। কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করে আপনি খুব অল্প সময়ের মধ্যে একটি নতুন গুগল একাউন্ট খুলে ফেলতে পারবেন। আপনি যদি গুগল একাউন্ট খুলতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের নির্দেশনাবলি অনুসরণ করে দ্রুত এবং সহজেই একটি নতুন গুগল একাউন্ট খুলতে পারবেন। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত গুগল একাউন্ট খোলার নির্দেশনাবলি জেনে নেয়া যাকঃ
১। ১ম ধাপঃ প্রধমে আপনার কম্পিউটার বা মোবাইলে যে কোন ব্রাউজারে গিয়ে (ভুল URL সরানো হয়েছে) এই লিংক এর উপর ক্লিক করুন।
আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে ফাঁকা জায়গা গুলো পূরণ করতে হবে।
- আপনার নামঃ আপনার পূর্ণ নামটি দিন।
- আপনার জন্ম তারিখঃ আপনারা সঠিক জন্ম তারিখটি দিন।
- লিঙ্গঃ আপনি পুরুষ নাকি মহিলা সেটা উল্লেখ করুন।
- ইউজারনেমঃ এখানে আপনার ইমেইল আইডিটি উল্লেখ করুন।
২। ২য় ধাপঃ এবার একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। মনে রাখতে হবে যে, একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হলে আপনাকে বড় হাতের ও ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে এবং সংখ্যা ও বিশেষ চিহ্নও ব্যবহার করতে হবে।
৩। ৩য় ধাপঃ এরপর আপনার একাউন্টটি আরো নিরাপদ করার জন্য আপনার ফোন নাম্বারটি ব্যবহার করতে পারেন। আপনার ফোন নাম্বারটি আপনার অ্যাকাউন্ট যাচাই করতে এবং পাসওয়ার্ড রিসেট করতেও ব্যবহৃত হতে পারে।
৪। ৪র্থ ধাপঃ এবার গুগলের পরিষেবার শর্তাবলী আসবে আপনার সামনে, সেই শর্তাবলী মেনে নিন।
৫। ৫ম ধাপঃ সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর "পরবর্তী" বা "অ্যাকাউন্ট তৈরি করুন" এই বাটনের উপর ক্লিক করুন।
৬। ৬ষ্ঠ ধাপঃ খুব সহজেই আপনার একটি নতুন গুগল একাউন্ট তৈরি হয়ে গেছে। এবার এই একাউন্ট ব্যবহার করে আপনি গুগলের সকল সেবা ব্যবহার করতে পারবেন।
নতুন গুগল একাউন্ট খুললে যে গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার
নতুন গুগল একাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়গুলো জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা না থাকলে আপনি হয়তো আপনার একাউন্ট হারাতে পারেন বা আপনার একাউন্টটি হয়তো সেভাবে সুরক্ষিত রাখতে পারবেন না। তাই আপনার একাউন্টটি নিরাপদ রাখার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার অবশ্যই জানা দরকার। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার জানা প্রয়োজন সেগুলো নিচে তুলে ধরা হলো-
- ইউনিক ইউজারনেমঃ আপনার ইউজারনেম টি অবশ্যই অনন্য হতে হবে। কারণ আপনি যে ইউজার নেম কি পছন্দ করেছেন সেটি যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলে আপনাকে বেছে নিতে হবে অন্য সম্পুর্ন নতুন একটি ইউজারনেম।
- সুরক্ষিত পাসওয়ার্ডঃ আপনি অবশ্যই একটি শক্তিশালী ও সম্পূর্ণ আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন, যা অন্য কারো সাথে একদমই মিলবে না। আপনার পাসওয়ার্ডটি যদি অন্য কারো পাসওয়ার্ডের সাথে মিলে যায় তাহলে আপনার একাউন্টের নিরাপত্তা ব্যাহত হবে অর্থাৎ আপনার একাউন্টটি হ্যাক হয়ে যাবে। তাই পাসনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে।
- একাউন্টে নিরাপত্তা নিশ্চিতঃ আপনার একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে অর্থাৎ আপনার একাউন্ট যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য আপনি অবশ্যই দ্বি-পদক্ষেপ যাচাইকরন চালু রাখুন।
গুগল একাউন্ট ব্যবহারের কিছু অসুবিধা
প্রত্যেকটা জিনিস ব্যবহারে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের। গুগল একাউন্ট ব্যবহারেরও কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা গুলোর নিচে তুলে ধরা হলো-
- অনলাইনে যেকোনো অ্যাকাউন্ট এর মত গুগল একাউন্ট ও হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
- নতুন ব্যবহারকারীদের জন্য গুগল একাউন্টের সেটিংস অনেক জটিল মনে হতে পারে।
- যদি কোনো কারণে আপনার তথ্য মুছে যায় অথবা হারিয়ে যায় তাহলে সেগুলো আবার ফিরে পেতে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন।
- গুগল অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার সামনেও বিভিন্ন রকম বিজ্ঞাপন আসবে, যেটা হয়তো অনেকেরই পছন্দ নাও হতে পারে।
- কোনো কারণে আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তখন আপনি আর সেই একাউন্ট ব্যবহার নাও করতে পারেন।
- পুরনো বা কম শক্তিশালী ডিভাইসে গুগলের পরিষেবা গুলো ভালোভাবে কাজ নাও করতে পারে।
- ইন্টারনেটের স্পিড কম হলে গুগলের পরিষেবা গুলো ধীরে ধীরে কাজ করতে পারে।
- ইংরেজি ছাড়া অন্য কোন ভাষা যদি আপনি ব্যবহার করেন তাহলে গুগলে পরিষেবা গুলো ব্যবহার করতে আপনার অসুবিধা হতে পারে।
গুগল একাউন্ট ডিলিট করার পদ্ধতি
গুগল একাউন্ট ডিলিট করার পদ্ধতি জানার আগে কিছু বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই ধারনা থাকা দরকার। তা না হলে খেয়াল বসত আপনি যদি গুগল একাউন্ট ডিলিট করে ফেলেন তাহলে বিপদের সম্মুখীন হতে পারেন। গুগল একাউন্ট ডিলিট করার আগে জেনে রাখা ভালো-
- আপনার জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটোজ, ইউটিউব ইত্যাদির ডাটা স্থায়ীভাবে হারিয়ে যাবে, যদি আপনি গুগল একাউন্ট ডিলিট করে দেন।
- আপনি যদি অন্য কোন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আর সেই অ্যাকাউন্ট গুলো ব্যবহার করার জন্য যদি এই গুগল একাউন্ট ব্যবহার করেন তাহলে এই গুগল একাউন্ট ডিলিট করলে আপনার অন্য একাউন্টেও প্রভাব পড়তে পারে।
- গুগলে সার্ভারে একাউন্ট ডিলিট করার পরেও কিছু ডেটা সাময়িকভাবে থেকে যেতে পারে, তবে সেটা সময়ের সাথে সাথে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।
- আপনি যদি গুগল একাউন্ট ডিলিট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তাহলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুনঃ
- প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবে যেকোনো ব্রাউজার থেকে গুগল একাউন্টে সাইন ইন করুন।
- এরপর ড্যাশবোর্ড এর উপরের ডান দিকের একেবারে কোনায় আপনার প্রোফাইল ছবি দেখতে পাবেন। প্রোফাইল ছবির উপর ক্লিক করুন। এবার "গুগল একাউন্ট" বিকল্পটি নির্বাচন করুন। এখন "ডেটা ও ব্যক্তিগতকরণ" লিখা ট্যাবে যান।
- তারপর "ডাটা ও পরিষেবা পরিচালনা করুন" লেখাটি খুঁজে বের করুন এবং এ লিখার উপর ক্লিক করুন।
- এবার "কোন গুগল পরিষেবা মুছে দিন" এই লিখাটি বেছে নিন।
- এরপর আপনি যে পরিষেবাটি মুছতে চাচ্ছেন তার পাশে "মুছে দিন" এই বাটনে ক্লিক করুন।
- তারপর আপনাকে কিছু নির্দেশনাবলী অনুসরণ করতে বলা হবে, সেই নির্দেশনাবলী অনুসরণ করুন এবং একদম পুরোপুরি নিশ্চিত হয়ে নিন যে আপনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন।
বিশেষ দ্রষ্টব্যঃ একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, গুগল একাউন্ট একবার ডিলিট করে দিলে তা ফিরিয়ে আনা খুব কঠিন হবে। তাই খুব ভালোভাবে ভেবে গুগল একাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিন এবং আপনার প্রয়োজনীয় ফাইলস ব্যাকআপ করে রাখুন।
শেষ বক্তব্যঃ নতুন গুগল একাউন্ট কিভাবে খুলব
গুগল একাউন্ট খুলার ইচ্ছে বলতে গেলে প্রায় সবার। কিন্তু কিভাবে নতুন গুগল একাউন্ট খুলব সেই পদ্ধতিটা আমরা অনেকেই জানি না। আবার এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার অবশ্যই একটি গুগল একাউন্ট প্রয়োজন। অফিসে কিংবা বাড়িতে, খেলার মাঠে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে, দেশে কিংবা বিদেশে আপনি যেখানেই অবস্থান করেন না কেন আপনার একটি গুগল একাউন্ট দরকার হবেই। তাই আপনাদের কাজের সুবিধার্থে একটি আজকের কনটেন্টটি লিখেছি। আজকের এই কনটেন্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়লে একটি নতুন গুগল একাউন্ট খুলে ফেলতে পারবেন খুব সহজেই এবং একদম অল্প সময়ের মধ্যে।
আশা করছি আর্টিকেলটি ভালোভাবে পড়েছেন এবং আপনার প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে গেছেন। আপনার কাজের সুবিধার্থে সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজকের আর্টিকেলে। আপনি যদি কোনো উপকার পেয়ে থাকেন আজকের লিখা থেকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর আর্টিকেলটি কেন লাগলো সে সম্পর্কে আপনার সুন্দর ও মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ভিজিট করুন।
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url