পাইথন কেন শিখব - কিভাবে পাইথনের বেসিক শিখব
পাইথন কেন শিখব বলেন তো? পাইথনের চাহিদা সারা বিশ্বে ব্যাপক কারণ পাইথন বেসিক প্রোগ্রামিং জগতে একটি উচ্চ স্তরের ল্যাংগুয়েজ। এটি এমন একটি ফাংশন যা কমিউনিটি মডেলের মাধ্যমে সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে।
পাইথনে ব্যবহার করা হয়েছে জোপ অ্যাপ্লিকেশন সার্ভার। এতে বিদ্যমান কোর্স সিনট্যাক্স এবং সিম্যানটিক্স খুবই সংক্ষিপ্ত হওয়ায় ভাষাটি অত্যন্ত স্ট্যান্ডার্ড লাইব্রেরি সমৃদ্ধ।
পেইজ সূচিপত্র
পাইথন কেন শিখব
পাইথন শিখার কারণ হিসেবে অন্যতম হচ্ছে এটি এখন সারা বিশ্বে খুব বেশি চাহিদা পাচ্ছে। পাইথন কেন শিখব? শুধু এই কথা ভেবেই যাচ্ছেন কিন্তু তা নয়। এটি না ভেবে জেনে রাখুন পাইথন দিয়ে যেকোন রকমের প্রোগ্রামিং খুব সহজেই করা যায়। পাইথন প্রোগ্রামিং সারা দুনিয়াতে রাজত্ব করছে। এটি খুবই উঁচু স্তরের একটি প্রোগ্রামিং ভাষা যা নির্মাণ করা হয় অনেক গুরুত্ব সহকারে। এই পাইথন এর মাধ্যমে যেকোনো ধরনের সিনট্যাক্স এবং সিম্যানটিক্স প্রায় স্ট্যান্ডার্ড লাইব্রেরী এর মাধ্যমে করা যায়।
আরো পড়ুনঃ ছাত্র জীবনে টাকা আয় করার উপায়
প্রোগ্রামাররা খুব সহজেই এই পাইথন ব্যবহার করে বিভিন্ন রকমের ওয়েব ডেভেলপ করে থাকে। পাইথনে অত্যন্ত উন্নত মানের এক ধরনের মডেল রয়েছে যা সফটওয়্যার ফাউন্ডেশন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়। এই পাইথন প্রোগ্রামিং শিখার মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনের সার্ভারের সমস্যাকে খুব সহজে নির্ধারণ করা যায়। এছাড়াও এটি খুব সহজ হওয়ার কারণে যেকোন প্রোগ্রামার খুব সহজেই এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম সময়ে শিখতে পারে।
পাইথন শিখে কি লাভ হয় । পাইথন কেন শিখব
পাইথন শিখার মাধ্যমে যদি নিজের লাভ শুরুতেই খুঁজে পেতে চান তাহলে এটি খুবই দুঃখজনক। কারণ শুরুতে আপনি যেটিই শুরু করেন না কেন তা সাফল্যের চূড়ায় আসতে কিছুটা সময় তো লাগবেই। তাই পাইথন শিখে আপনাকে ধীরে ধীরে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। যার মাধ্যমে ধীরে ধীরে আপনি অনেক বড় রকমের প্রবলেম সলভিং করা শিখে যাবেন। বিভিন্ন ভাবে ধীরে ধীরে এই পাইথন শিখার মাধ্যমে আপনার আয় শুরু হবে। পাইথন শিখলে যেই ধরনের লাভ আপনার হতে পারে চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
- পাইথন ল্যাঙ্গুয়েজ এর কোডগুলো খুবই সহজভাবে লেখা এবং বুঝা যায়।
- যদি কখনো কোড লিখতে যেয়ে ভুল হয়ে যায় তাহলে তার নির্ণয় করাও তুলনামূলকভাবে সহজ।
- একবার কোড লেখার মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মে আপনি এই কোডটি চালিয়ে দিতে পারবেন।
- ডাটা টাইপ অথবা ভেরিয়েবল নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হবে না।
- পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকটা সহজ হয় বলে ডেভেলপমেন্ট এ কাজ করতে খুবই কম সময় লাগে।
- পাইথন এর ক্ষেত্রে যেই বিশাল এক ধরনের লাইব্রেরী রয়েছে তার মাধ্যমে দরকারি যেকোন ফাংশনগুলোর সাপোর্ট আপনি পেতে পারেন।
- পাইথন একটি ওপেন সোর্স ল্যাংগুয়েজ যা আপনার অধিকাংশ কাজকে সহজ করে দেয়।
- যেহেতু এটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। তাই এপ্লিকেশন এর মাধ্যমে যেকোন ডেভলপমেন্ট এর কাজ করতে পারেন।
পাইথন শিখে চাকরি পেতে কতদিন লাগে ।পাইথন কেন শিখব
পাইথন শিখে চাকরি পাওয়াটা নির্ভর করবে আপনি এই ল্যাঙ্গুয়েজ কতটুকু নিজের আয়ত্তে নিতে পেরেছেন তার উপর। শুধু পাইথন শিখলেই হবে না। তাই পাইথন শিক্ষার ক্ষেত্রে আপনার দক্ষতা এবং স্কিল কতটুকু বাস্তবিক জগতের কাজে লাগাতে পারছেন সেটি গুরুত্বপূর্ণ। কারণ পাইথন কেন শিখব? আপনার মধ্যে যখন দক্ষতা থাকবে তখন খুব সহজেই আপনি একটি চাকরি পেয়ে যাবেন। শুধু তাই নয় অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর পাশাপাশি পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যখন আপনার জানা থাকবে।
তখন যেকোন ধরনের প্রবলেম সলভিং করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। যখন নিজের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্কিলে খুব বেশি পারদর্শী হবেন, তখন যেকোন ডেভেলপার কোম্পানি আপনাকে খুব সহজেই নিয়ে নিবে। অনেক সময় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এক্সপার্ট প্রোগ্রামিং ডেভলপারদের হায়ার করে থাকে যার মাধ্যমে কাজ পেতে খুব বেশি প্রেসার নিতে হয় না।
কিভাবে পাইথনের বেসিক শিখব ।পাইথন কেন শিখব
পাইথনের বেসিক শিখে নেওয়ার মাধ্যমে আপনি প্রোগ্রামিং জগতে অনেকটুকু অগ্রসর হয়ে যেতে পারেন। কারণ পাইথন এর বেসিক শিক্ষার মাধ্যমে আপনার প্রোগ্রামিং জগতের যাত্রা শুরু হয়। যেহেতু পাইথন খুবই সহজ এবং ডায়নামিক হয় তাই ঝুঁকি থাকে না। মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য পাইথন যদিও খুব বেশি একটা দরকার হয় না। কিন্তু তারপরেও জানা থাকলে খুব সুবিধা হতে পারে।
পাইথনের কোডগুলো যখন আপনি এক্সিকিউশন করবেন তখন বেসিক জানা থাকলে কাজ করতে সুবিধা হবে। যেহেতু পাইথনের মেমোরি অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর থেকেও অনেক বেশি। তাই যখনই প্রজেক্ট তৈরি করবেন তখন মেমোরি খুব সহজে নষ্ট হয় না। এইক্ষেত্রে বেসিক খুব ভালোভাবে জানা থাকলে ডাটা এনালাইসিস করার ক্ষেত্রে অথবা ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে খুবই সুবিধা হয়।
হাতে কলমে পাইথন কিভাবে শিখবেন
হাতে কলমে পাইথন শিখা খুব বেশি কঠিন নয়। কিন্তু হাতে কলমে পাইথন কেন শিখব? যদি আপনি একজন খুব ভালো মানের প্রশিক্ষক পেয়ে থাকেন তাহলে খুব বেশি দিনের প্রয়োজন হবে না। আপনি পড়াশোনা করার ক্ষেত্রে যেকোন বিভাগের হয়ে থাকেন না কেন যদি মেশিন লার্নিং অথবা পাইথন শিখা শুরু করে দেন, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি নিজেও ফিল্ডে কাজ করার মত দক্ষতা অর্জন করে নিতে পারবেন। হাতে কলমে পাইথন খুব সহজেই যেভাবে শিখা যায় তার ধারণা নিম্নরূপ থেকে নিতে পারেন।
- প্রথম অবস্থায় পাইথন শিখতে যেয়ে একটু কষ্ট হতে পারে। কারণ অনেক কিছুই হয়তো আপনি প্রথমে খুব সহজে বুঝে উঠতে পারবেন না।
- কিন্তু যদি রোড ম্যাপ করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে ব্যবহার করার মাধ্যমে শিখার চেষ্টা করেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন।
- হাতে কলমে পাইথন শিখার ক্ষেত্রে প্রোডাকশন এর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। খুব ভালো একটি বেসিক ফাউন্ডেশন তৈরি হবে।
- যারা একেবারেই নতুন প্রোগ্রামার তারা এই ভাষার সিনট্যাক্স খুব সহজেই বুঝতে পারবেন।
- পাইথন খুব সহজেই ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এপলিকেশন হিসেবে ব্যবহার করা যায়।
- ক্যারিয়ারের জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ হাতে কলমে শিখার ক্ষেত্রে কিছুটা কোডিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন।
- এতে করে পাইথন প্রোগ্রামিং এর সৃজনশীলতা খুব সহজেই বিকশিত হয়ে উঠে।
বিনামূল্যে পাইথন কি শিখা যায় ।পাইথন কেন শিখব
বিনামূল্যে পাইথন শেখা যায় যদি আপনার নিজের চেষ্টা থাকে। অনলাইন থেকে যদি আপনি কিছু শিখতে চান তাহলে সেইক্ষেত্রে আপনি বিনামূল্যে পাইথন শিখতে পারবেন। আবার পেমেন্ট করেও শিখতে পারবেন। তবে ট্রেনিং করার ক্ষেত্রে ট্রেইনারদের আউটলাইন অনুযায়ী আপনাকে শিখতে হবে। বিনামূল্যে পাইথন কেন শিখব? যখনই পাইথন শিখতে যাবেন তখন অধিকাংশ বিষয়ে আপনাকে নিজেই অনলাইন থেকে ঘাটাঘাটি করে শিখে নিতে হবে। যদি আপনার অনেক বেশি পরিমাণে পাইথন শিখার আগ্রহ থাকে।
তাহলে বিনামূল্যে শিখতে গেলে আপনার একটু কষ্ট করতে হবে। কারণ এইক্ষেত্রে আপনার শিখার যদি আগ্রহ থাকে তাহলে রিসার্চ করে স্কিল তৈরি করে নিয়ে শিখতে পারেন। এইক্ষেত্রে বিনামূল্যে পাইথন শিক্ষার ক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ একটি মডেল তৈরি করে নিতে হবে। আপনার উদ্দেশ্য ঠিক রাখতে হবে এবং বেসিক সিনট্যাক্সগুলো প্রথমে শিখে নিতে হবে। যার মধ্যে প্রতিনিয়ত নতুন লাইব্রেরী এবং ফ্রেমওয়ার্কস রয়েছে। যখন আপনি একটু ভালোভাবে সিনট্যাক্স লিখতে পারবেন তখন এডভান্স সিনট্যাক্সগুলোও আয়ত্তে নিতে পারেন।
মোবাইলে পাইথন শিখার উপায় ।
পাইথন কেন শিখব
মোবাইলে পাইথন শেখার উপায় জেনে কাজ করতে পারেন। কারণ মোবাইল দিয়ে সারাদিন শুধু সময় নষ্ট না করে এই সময়কে কোন কিছু শিখার কাজে লাগাতে পারেন যার মাধ্যমে আপনার দক্ষতা বাড়বে। আপনাকে পড়াশোনা শেষ করে যেকোন কাজের জন্য হাত গুটিয়ে বসে থাকতে হবে না। পাইথন শিখে নিয়ে ছোট ছোট সমস্যাকে সমাধান করার মাধ্যমে বড় বড় প্রবলেম সলভিং করা শিখে যাবেন। সেইজন্য আপনার যদি বাড়িতে কম্পিউটার না থাকে তাহলে আপনি শিখে নিতে পারেন।
এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিজেকে সময় বের করে নিয়ে পাইথন শেখার যেকোন একজন প্রশিক্ষক এর কাছ থেকে অল্প অল্প করে পাইথন মোবাইল দিয়ে শিখার চেষ্টা করতে হবে। এর জন্য আপনার নিজের থেকে অনেক চেষ্টা থাকতে হবে। আধুনিক প্রযুক্তির এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে এনে দিতে পারে দক্ষতার এক নতুন জগৎ।
সাইবার নিয়ে কাজ করতে পাইথন জানা কি জরুরি
সাইবার নিয়ে কাজ করতে পাইথন অনেক ক্ষেত্রে জানতে হয়। বিভিন্ন এক্সপার্ট সাইবার সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে পাইথনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সাইবারে পাইথন কেন শিখব? হয়তো এটি আপনাকে একটু ভাবিয়ে তুলতে পারে যে, সাইবার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কেন এই পাইথন ল্যাঙ্গুয়েজ এতটা বেশি দরকার হতে পারে। যদি আপনি পাইথনের উপরে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে যেয়ে পাইথন আপনার জন্য কতটা জরুরি হতে পারে চলুন সেই বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক।
- আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে প্রফেশনাল ভাবে কাজ করতে চান, তাহলে আপনার দক্ষতার যেই স্কিলগুলো থাকবে তার মধ্যে পাইথন জানাটা খুবই জরুরী।
- পাইথন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন।
- ঠিকভাবে দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন একটি অপারেটিং সিস্টেম পাইথনের মাধ্যমে ব্যবহার করতে পারেন যেন আপনার কাজটি সহজ হয়ে যায়।
- সফটওয়্যার ডেভেলপিং এর ক্ষেত্রে পাইথনকে একটু সহজ ভাবে ব্যবহার করতে পারেন যার মাধ্যমে সকল যাবতীয় কাজ সুন্দরভাবে শেষ হবে।
- পাইথন ব্যবহারের ক্ষেত্রে সাইবারে অনেক ভালো একটি সুবিধা হচ্ছে যে এতে নির্দিষ্ট কোন ধরনের অপারেটিং সিস্টেমে কখনো আটকে থাকতে হয় না।
- যখনই যেই অপারেটিং সিস্টেম আপনার দরকার হবে সেই ক্ষেত্রে আপনি এই পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে ব্যবহার করতে পারবেন।
পাইথন মাস্টার ক্লাস কেন করবেন ।কিভাবে পাইথনের বেসিক শিখব
পাইথন মাস্টার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ এটি পেশাগতভাবে আপনাকে প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে। পাইথন ডেভেলপারদের কাছে দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে। এই চাহিদা হতে পারে ওয়েব ডেভেলপার এবং অ্যাপস ডেভেলপার সহ যেকোন রকমের ডেভলপারের কাছে। কারণ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটাই সহজ যে এটি শিখতে খুবই অল্প সময় প্রয়োজন হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে প্রোগ্রামাররা নিজেদের অনেকটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন।
আরো পড়ুনঃ
অনেকের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে যে পাইথন প্রোগ্রামিং শিখে কি করবেন? এটি আপনার দক্ষতাকে কতটুকু সাফল্যের দ্ধারপ্রান্তে পৌঁছে দিবে। কিন্তু এত কিছু চিন্তা করে যখন ফেলেছেন তখন শিখার ক্ষেত্রে কেন অবহেলা করবেন না। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিয়ে আপনি খুবই ক্ষুদ্র পর্যায় থেকে ধীরে ধীরে নিজেকে প্রসারিত করতে পারেন। এই ল্যাঙ্গুয়েজ যেমনটি খুবই সহজ ঠিক তেমনি টাইপ ফ্রি প্রোগ্রামিং ভাষা যার মাধ্যমে এটি অন্যান্য ল্যাঙ্গুয়েজ এর চেয়ে তুলনামূলকভাবে খুবই সহজ।
শেষকথা । কিভাবে পাইথনের বেসিক শিখব
প্রিয় পাঠক, পাইথন এমন একটি উচ্চতর ল্যাঙ্গুয়েজ যা শিখে নিতে পারলে আপনি খুব ভালো মানের একজন দক্ষ প্রোগ্রামার হতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বেস্ট ফ্রেমওয়ার্ক হিসেবে জ্যাঙগো পাইথন খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা পাইথন কেন শিখব সেই বিষয়ে একটি খুব ভালো ধারণা পোস্ট থেকে নিতে পেরেছি। যদি বিস্তারিত জেনে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আশেপাশের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। পোস্টের নিচে মন্তব্য করে পাশেই থাকুন। ধন্যবাদ। 25275
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url