OrdinaryITPostAd

মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম

জীবিত অবস্থায় বরই পাতার পানি দিয়ে গোসল করা যাবে কি মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম সম্পর্কে আমাদের সবারই প্রায় অজানা আমরা এই সম্পর্কে বেশিরভাগই জানিনা কিন্তু এটি ইসলাম শরীয়ত সম্পূর্ণ এবং সুন্নতি একটি কাজ, কারণ আমাদের বিশ্বনবী এই বিষয়ে অবগত করে গেছেন।
মৃত-ব্যাক্তিকে-বরই-পাতা-দিয়ে-গোসল-করানোর-নিয়মবরই পাতা দিয়ে গোসল করার কার্যকারিতা আসলেই অনেক বেশি এটি গবেষণায় প্রমাণিত, বরই পাতা গরম পানিতে দিলে পানিটা বেশি স্বচ্ছ, পরিষ্কার ও জীবাণুমুক্ত হয়। কারণ পানিতে অনেক সময় জীবাণু থাকে আর বরই পাতায় ঐসব জীবাণু ধ্বংসের উপাদান আছে।

পোস্ট সূচিপত্র - বরই পাতা সংশ্লিষ্ট সবকিছু

মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম

মৃত ব্যক্তিকে বরই পাতা দিয়ে গোসল করা অনেক নিয়ম-কানুন রয়েছে তার ভিতরে একটি হাদিসে এসেছে এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী মৃতব্যক্তির গোসলের পানিতে বরই বা কুলপাতা দেয়া ইসলামি শরিয়ত সম্মত একটা রীতি। কেননা বরই পাতা একটি পরিষ্কারক উদ্ভিদ, যেটির দ্বারা আপনি বিভিন্ন ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে এটি ব্যবহার করতে পারবেন এবং এই পাতা যদি না পাওয়া যায় তবে বিভিন্ন ধরনের সাবান আপনি ব্যবহার করতে পারবেন এটি আপনার কাজের জন্য যথেষ্ট। মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম জানার আগে আমাদের যা করতে হবে।
কিছু বরই পাতা নিয়ে সেটি ভালোভাবে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে সেটি হালকা উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে নিয়ে সেই পানি থেকে পাতাগুলো ফেলে দিয়ে, সেই পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের এটি বিশ্ব নবীর সুন্নত এবং আমাদের সবার উচিত সুন্নত মেনে কাজ করা এবং মৃতদেহকে উষ্ণ গরম পানিতে সুন্দরভাবে বরই পাতা মিশ্রিত পানির দ্বারা গোসল করানো উচিত। এটি আমাদের প্রতিটি মুসলমানদের জন্য অত্যন্ত মূল্যবান একটি কাজ, যা আমাদের মেনে চলা এবং নবীজির আদর্শ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বরই পাতার হাদিস

একটি হাদিসে বর্ণিত্ত হয়েছে যে, হজরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা একটি বেশ প্রিয় সহবাসী এবং আমীনা (আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা) ছিলেন। তার মৃত্যুর সময়ে, তার স্বাভাবিক রোগের ফলে তার মাথায় জরা হয়ে ওঠে। তিনি এ অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেছেন এবং আমীনা তার মৃত্যুর খবর তাঁকে নিয়ে আসেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মৃত্যুর খবর পেয়ে তা শোক ও দুঃখ প্রকাশ করেন, এবং তিনি তার মৃত্যুর খবর নিয়ে ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত হন এবং বলেন, তোমরা তাকে যতবার প্রয়োজন মনে করলে তারচেয়ে বেশি বার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দেওয়াও। শেষবার কিছু কাপড় ব্যবহার করবে। তোমরা গোসল শেষ করে আমাকে জানাও।

আমরা গোসল শেষ করে তাকে জানালাম। তখন তিনি তাঁর চাদরখানা আমাদের দিয়ে বললেন, এটি তাঁর গায়ে জড়িয়ে দাও। ঠিক এভাবেই হাদিসের আরো বিভিন্ন ওভাবে উঠে এসেছে বরই পাতার উপকারিতা এবং বরই পাতার কার্যকারিতা সম্পর্কে এবং তা সম্পর্কে আমরা কিভাবে আমল করতে পারব এটা নিয়েও অনেক ধরনের নির্দেশনা রয়েছে যেগুলো ও মেনে চলা এবং যেগুলো ও সম্পর্কে জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো হাদিস সম্পর্কে সবারই জানা অত্যন্ত প্রয়োজন।

মহানবী (সা.) যেগুলো কাজে বরইপাতা ব্যবহারের কথা বলেছেন

বরই পাতা গোসলের জন্য ব্যবহৃত হতে পারে এমন একটি প্রাকৃতিক উপাদান হিসেবে বিজ্ঞানের গবেষণা দেখা গেছে। বরই পাতার গায়ে বিভিন্ন ধরনের পাথোজেন ও ব্যাকটেরিয়া থাকে যা এন্টিসেপটিক বা জীবাণুনাশক বা কিছুক্ষণ রেখে দিলে তা পাথোজেন ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সাহায্য করতে পারে। বরই পাতার এই গুণগুলি তার গায়ের পৃথক কোষগুলি থেকে উত্স নিয়ে আসা হয়েছে, যা এন্টিসেপ্টিক বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারী হতে পারে।

এই উপাদানগুলির মধ্যে বিশেষত্বপূর্ণভাবে মন্ত্রিত হলো গলিক অ্যাসিড, ফেনলিক প্রোটিন, এবং মুকোপ্লাসমিন ইত্যাদি। এই গুণগুলির কারণে, যখন বরই পাতা গোসলের জন্য ব্যবহৃত হয়, এই উপাদানগুলি পানির সাথে মিশে যায় এবং তাদের জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করতে পারে। এটি একটি প্রাকৃতিক উপায় যাতে ব্যক্তিরা পুরোপুরি শুধুমাত্র পরিস্কার থাকেন, তারা জীবাণুমুক্ত হতে পারেন, এবং কোনও ক্ষতি বা প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে । যার কারণে বিশ্বনবী এই বরই পাতা ব্যবহার করার কথা বলে গিয়েছেন।

মৃতের গোসলে বরই পাতা ব্যবহার করা হয় কেন?

মানুষ মারা গেলে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানো হয়। বরই পাতা দিয়ে গোসল করানোর কারণটা এখনো হয়তো অনেকেই জানেনা। তবে এ বিষয়টা সকলেরই জানা উচিত। মৃতব্যক্তিকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল দেয়ার কথা বলেছেন বিশ্বনবি। বরই পাতা দিয়ে মৃত মানুষের শরীর গোসল করলে বিভিন্ন ধরনের পোকামাকড় কে দূরে রাখে এবং এটি পচন রোধে সাহায্য করে।

তাছাড়া এটি একটি ইসলাম শরীয়ত সম্পন্ন কাজ যেটি ইসলামের এবং হাদিসে এসেছে যেটি করা আবশ্যক এবং এটি করার অনেক ধরনের আরো উপকারিতা রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানার এবং জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া এটি একটি মৃত ও মানুষের শরীরকে সতেজ রাখতে এবং জীবাণুমুক্ত করতে এবং পাক-পবিত্র রাখতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে যেগুলো মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম এর ভেতরে পরে। 

জাদুর চিকিৎসায় বরই পাতার গোসল

বড়ই-পাতার-হাদিসজাদুর চিকিৎসা করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো আপনি চাইলে অনুসরণ করতে পারেন, যার মাধ্যমে আপনার জাদুর প্রক্রিয়া এবং জাদুর প্রভাব দূর করার জন্য সাহায্য পেতে পারেন। প্রথমে এক বালতি গোসলের পানি নিন। এরপর সাতটি বরই পাতা (কুল বলা হয় অনেক এলাকায়) বেটে পানিতে গুলান। (সম্ভব হলে সবুজ পাতা ব্যবহার করুন, এবং পাটায় পিষুন)। এরপর পড়ুনঃ
  • সূরা ফাতিহা - ৩ বার
  • আয়াতুল কুরসি - ৩ বার
  • সুরা আরাফ ১১৭-১২২ ৩বার
  • সুরা ইউনুস ৮১-৮২ ৩বার
  • সুরা তহা ৬৯ ৩বার
  • সুরা ইখলাস - ৩ বার
  • সুরা ফালাক - ৩ বার
  • সুরা নাস - ৩ বার
এই দোয়া গুলো সঠিকভাবে পড়ুন এবং পানিতে ফু দিন এবং সেখান থেকে আপনি চাইলে কিছু পানি আলাদা করে রাখতে পারেন বা সেই পানি আপনি খেতে পারেন, তিন ঢোক এভাবে গোসলের পানি গোসল দিবেন এবং খাবারের পানি খেয়ে ফেলতে পারেন এমন ভাবে আপনি করতে পারেন তাছাড়া যদি খাবারের পানি খাওয়ার অনুপযোগী হয় তাহলে আপনি আলাদাভাবে পানি রেখে দিয়ে সেখানে এই সেম প্রসেস করে সেখান থেকে আপনি পানি খেতে পারেন। যদি প্রয়োজন পড়ে তাহলে এই নিয়মটা পুনরায় বারবার করতে থাকুন এবং প্রতিদিন এভাবেই গোসল করতে থাকুন আশা করি কাজ হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করার সময় ভুলেও যেগুলো কাজ করা যাবে না এবং কিছু বিকল্প পদ্ধতি আপনি চাইলে ব্যবহার করতে পারেনঃ
  • ১। এই পানি কখনো গরম করবেন না বা এর সাথে অন্য যেকোনো ধরনের পানি মিক্স করবেন না।
  • ২।  তবে, যদি বরণী পাতা পাওয়া না যায়, কর্পূর পাতা, অল্প কর্পূর, ওটা বা নিম পাতা ব্যবহার করা যেতে পারে। এই উপায়গুলি পাথোজেন এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারী হতে পারে এবং গোসলের পরিস্কারতা বজায় রাখতে সাহায্য করতে পারে।
  • ৩। আপনি চাইলে সাথে আরও কিছু আয়াত অথবা রুকইয়ার দোয়া পড়তে পারেন। এসব আয়াত গোসলখানার বাহিরে পড়বেন। তবে সেখানে দোয়াকালাম পড়ার পরিবেশ না থাকলে আগে বরই পাতা বেটে দোয়াগুলো সঠিকভাবে পড়ে, ফু দিন এরপরে গোসলখানায় পানিটি নিয়ে গিয়ে তারপরে পাতার সেই মিশ্রণটি ভালোভাবে মিক্স করে গোসল দিয়ে ফেলুন।
আল্লাহর রহমতে এটি অনেক উপকারী হিসেবে আপনার উপরে প্রমাণিত হবে ইনশাআল্লাহ এবং এটি বিভিন্নভাবে চলে আসতেছে যুগ যুগ ভর ধরে এই পরম্পরা এবং এই পদ্ধতিটি চলে আসছে। এটিন বিভিন্ন আলেমদের একটি সাজেস্টেড পদ্ধতি যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জাদুর প্রভাব দূর করার জন্য এটি ব্যবহার করতে পারেন পারেন। আল্লাহ্‌ চাইলে আপনিও উপকার পাবেন এবং মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম কানুন সম্পর্কে জানতে পুষ্টি ভালোভাবে পড়তে হবে।

প্রতিদিন কি বরই পাতা দিয়ে গোসল করা যাবে

প্রতিদিন কি করে বাধা দিয়ে গোসল করা ঠিক হবে আসলে বরই পাতার অনেক গুনাগুন রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা অনেক কিছু জেনেছি। এই বরই পাতা দিয়ে গোসল করা অনেক উপকার সমৃদ্ধ একটি প্রথা এবং উপায় যেটির মাধ্যমে আমরা চাইলে প্রতিদিন গোসল করতে পারি যেহেতু বরই পাতা গরম পানিতে দিলে পানিটা বেশি স্বচ্ছ, পরিষ্কার ও জীবাণুমুক্ত হয় সেজন্য আমরা এটি এই পানির সাথে মিশে ব্যবহার করতে পারি।

কারণ পানিতে অনেক সময় অনেক ধরনের জীবাণু থাকে। আর বরই পাতায় ঐসব জীবাণু ধ্বংসের উপাদান আছে। যার মাধ্যমে আপনার শরীর অনেক সতেজ এবং জীবাণুমুক্ত থাকতে সাহায্য করবে এবং এটি আপনার শরীরের তাপমাত্রা বজায় রাখতে কাজ করবে কারণ এটি একটি গোসল এর উপকারী নিয়ম যেটির মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের গোসলে যুক্ত করতে পারবেন এবং যার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন ধরনের অসুবিধা থেকে আপনি নিস্তার পেতে পারেন।

বরই পাতা দিয়ে গোসল করলে কি হয়?

বরই পাতা দিয়ে গোসল করার ফলে শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা দেখা যেতে পারে এবং এটি প্রাকৃতিক গুণাগুণের সাথে যুক্তি বজায় রাখে। বরই পাতা গোসলের মাধ্যমে ব্যক্তির ত্বক, বল্লস্থল, এবং শরীরের অন্যান্য অংশে পরিষ্কারতা সম্পন্ন করা হয় এবং এটি গবেষণাতেও প্রমাণিত হয়েছে। শুধু মৃত মানুষের জন্য নয়, জীবিত মানুষও এ পাতা দিয়ে গোসল করলে অনেক উপকার পেতে পারে। অ্যালার্জি থেকেও মুক্তি পাবে। এই কারণে, যেহেতু বরই পাতা গরম পানিতে দিলে পানি বেশি স্বচ্ছ, পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয়, তাই এই পদ্ধতি গোসলের জন্য অত্যন্ত উপকারী।
কারণ পানিতে অনেক সময় জীবাণু থাকে। আর বরই পাতায় ঐসব জীবাণু ধ্বংসের উপাদান আছে এবং বরই পাতাতে থাকা এন্ট্রি সেপ্টিক যার মাধ্যমে এটি দিয়ে গোসল করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং আপনার শরীর এল আরো বেশি ফুরফুরে হতে সাহায্য করবে এবং এটি আপনার শরীরে থাকা বিভিন্ন ধরনের চর্মরোগ ও চামড়া জনিত রোগ থেকেও আপনাকে এটি একটি প্রপার সুবিধা প্রদান করবে তাছারা মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম এ ও এই একই পদ্ধতি অবলম্বন করতে হয়।

বরই পাতা দিয়ে গোসল করার উপকারিতা

বরই পাতা দিয়ে গোসল করার বিভিন্ন উপকারিতা রয়েছে যেটি আসলেই অনেক কার্যকরী উপায়। যেহেতু পাতাতে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক এবং জীবাণুনাশক উপাদান গুলো পাওয়া যায়। যার ফলে কিছু বরই পাতা সুন্দর করে পানির সাথে ধুয়ে নিয়ে, সেই বরই পাতাগুলো ও আলতো গরম পানিতে ফুটিয়ে নিয়ে আপনি চাইলে গোসল করতে পারেন এটি সাবানের ন্যায় ব্যবহার করতে পারেন।

কারণ সাবানের মতো এটিতেও সব ধরনের অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক নাশক উপাদানগুলো থাকে যার মাধ্যমে আপনার শরীরের জীবাণু ধ্বংস ও করতে সাহায্য করবে এবং আপনার শরীর সুস্থ সতেজ থাকতে এটি বড় ভূমিকা পালন করতে পারে। যেহেতু বরই পাতা এন্টিসেপটিক হিসেবে কাজ করে তাই এটি আপনার শরীরকে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করবে ফলে আপনার শরীর রোগ মুক্ত থাকবে । তাছাড়া বরই পাতা দিয়ে গোসল করলে আরো অনেক ধরনের সুবিধা পাওয়া যায় যেগুলো আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী।

বরই পাতার গোসল সম্পর্কে সব অজানা তথ্য

মহানবী-(সা.)-যেসব-কাজে-বরইপাতা-ব্যবহারের-কথা-বলেছেনবরই পাতার গোসল সম্পর্কে অনেক ধরনের তথ্য পাওয়া যায়, সেগুলোর ভিতর একটি প্রধান তথ্য যেটি হাদিসে এসেছে এবং যেটি কোরআন সম্মত একটি বিষয় সেটি হচ্ছে যে, আমাদের বিশ্বনবী এরশাদ করেছেন যে বরই পাতা দিয়ে মৃতদেহ ধৌত করার ফলে অনেক উপকার এবং অনেক সমস্যা থেকে এর সমাধান পাওয়া যায়। এটি একটি বড় বিষয় তাছাড়াও, এটি দিয়ে আপনি প্রতিদিন বা একদিন পর পর গোসল করতে পারবেন যার ফলে আপনার শরীর এবং মন ভালো থাকবে এবং জীবাণুমুক্ত থাকতে সাহায্য করবে তাছাড়া এটি দিয়ে আপনি জাদু নিরাময়ের উপাদান হিসেবে ব্যবহার করতে পারবেন।

তাছাড়া পানির সাথে বরই পাতা মিশিয়ে গোসল করলে আরো বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, ধরুন চর্ম রোগের সমস্যা, এলার্জি সমস্যা, বিভিন্ন ধরনের ঘা-পাঁচরা থেকে মুক্তি এবং জীবাণু থেকে আপনার শরীরকে হেফাজত করতে এটি সাহায্য করে থাকে ও মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম সম্পর্কেও আমরা অনেক কিছু জেনেছি এবং এ সম্পর্কে কাজ করতে পারব। যা আপনার গোসলের জন্য একটি আদর্শ প্রাকৃতিক উপাদান হবে বলে আমি মনে করি।

বরই পাতা সংশ্লিষ্ট আমার মতামত - শেষ কথা

বরই পাতা সম্পর্কে অনেক কিছু বলার আছে তার ভিতর একটি জিনিস আসলেই অনেক গুরুত্বপূর্ণ যে, এটি হাদিসে এসেছে এবং এটি কোরআন সম্মত একটি পদ্ধতি যেটির মাধ্যমে আর কি আমরা, অনেক উপকৃত হতে পারি এবং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে অনেক কিছু বলে গিয়েছেন। তো এরই উপর ভিত্তি করে আমরা এই বরই পাতা অনেক ভাবে ব্যবহার করতে পারি এবং এর সুবিধা গুলো আমরা ভোগ করতে পারি।

তাছাড়া এটি আপনি গোসলের ক্ষেত্রে এবং প্রতিদিন সকালে দুটি করে পাতা খেতে পারেন ও মৃত ব্যাক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নিয়ম এর ক্ষেত্রেও বিভিন্নভাবে এটি আপনি পেস্ট করে আপনার চুলে এবং মুখের কালোমুখের কালো দাগে ব্যবহার করতে পারেন। তাছাড়া এটি চর্মরোগ চুলকানি এবং বিভিন্ন ধরনের চামড়া দায়ক সমস্যা থেকে আপনাকে নিস্তার দিতে পারে। যা নিয়মিত সেবন করলে আপনার দাঁতের ব্যথা এবং আপনার হজম শক্তি ও আপনার হজমশক্তি উন্নত করতে সাহায্য করবে।

পাতা সম্পর্কে এবং এর উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে অনেক কিছু বলেছি এবং বুঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের এটি একটু হলেও উপকারে আসবে। এবং অবশ্যই একটি জিনিস মনে রাখবেন এটি খাওয়ার পূর্বে যে আপনার সমস্যা এবং আপনার পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে এইগুলো কিছু সেবনের আগে অবশ্যই একটি ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন এবং আপনার নিজের শরীরের দেখভাল আপনাকে নিজেই করতে হবে। এবং এই বিষয়ে বেশি বেশি জানতে হবে আমাদের ইসলামে কি কি বলেছে কি কি নিষেধ আছে সে সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এ বিষয়ে একটি পোস্ট করব পরবর্তীতে আপনারা সবাই সাথেই থাকবেন। 28826

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪