বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানুন
ভোটার স্থানান্তর হইছে কিনা জানার নিয়ম আপনি কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে জানতে চাচ্ছেন । তাহলে আজকের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন । আজকের আর্টিকেলে আপনি বাংলাদেশের ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন । চলুন তাহলে বাংলাদেশের ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ।
আজকে আমরা আপনাদের জন্য বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে প্রয়োজনীয় ব্যাপক সব তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব । বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা, খাদ্য, সমাজ ব্যবস্থা, ধর্মীয় উৎসব প্রভৃতি সম্পর্কে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ।
পেইজ সূচীপত্র ঃবাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানুন
- ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বুঝায়
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিসংখ্যান
- বাংলাদেশের উল্লেখযোগ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী
- বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'চাকমা'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মারমা'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'রাখাইন'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'তঞ্চঙ্গা'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'মণিপুরী'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'গারো'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'খাসিয়া'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'ম্রো'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'ত্রিপুরা'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'ওরাঁও'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'হাজং'
- বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'সাঁওতাল'
- বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অবস্থা
- লেখকের শেষ বক্তব্য ।বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে
ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বুঝায়
ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে মূলত প্রধান জাতির পাশাপাশি বসবাসরত সংখ্যা গঘিষ্ঠ এবং অপেক্ষাকৃত অনগ্রসর জাতি বা সম্প্রদায়কে বোঝানো হয় । অন্যদিকে আদিবাসী বলতে বুঝায় কোন দেশে বসবাসরত আদিম জনগোষ্ঠীকে । তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী দের মধ্যে পার্থক্য রয়েছে । বাংলাদেশে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে । বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব । আপনি পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেখতে পাবেন ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিসংখ্যান
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত সংখ্যা নিয়ে মতভেদ আছে । ১৯৯১সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ২৯ টি ক্ষুদ্র জাতিসত্তার অস্তিত্ব পাওয়া যায় । যাদের বেশিরভাগই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় বাস করে । ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী দেখা গেছে বাংলাদেশের মোট আদিবাসীদের সংক্ষেপে ৩ লাখ ৪৪ হাজার ৭৭৫ জন । তবে বাংলাদেশ আদিবাসী ফোরামের দেওয়া তথ্য অনুযায়ী ৪৫টি গোষ্ঠীর অস্তিত্ব পাওয়া গেছে এবং সর্বমোট ২০ লক্ষাধিক আদিবাসী আছে বলে জানা যায় ।
বাংলাদেশের উল্লেখযোগ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী
বাংলাদেশ একটি বহজাতি , সংস্কৃতি , ধর্ম এবং ভাষার দেশ । এদেশের বাংলা ভাষাভাষী বৃহত্তর জনগোষ্ঠী বাঙ্গালীদের পাশাপাশি সু দীর্ঘকাল ধরে বসবাস করছে বেশ কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় । আচারে অনুষ্ঠানে , ধর্মে , ভাষায় , সংস্কার- সংস্কৃতিতে এরা বাঙ্গালীদের থেকে স্বতন্ত্র । এরা এ বাংলাদেশের অবিচ্ছেদ ও অনিবার্য অংশ । বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হলো-
- চাকমা
- মারমা
- রাখাইন
- তঞ্চঙ্গা
- মণিপুরী
- গারো
- খাসিয়া
- ত্রিপুরা
- ম্রো
- ওরাও
- হাজং
- সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গুলো ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'চাকমা'
- সমাজ ব্যবস্থাঃ চাকমারা আবার ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত । এদের নিজস্ব সামাজিক , প্রশাসনিক ও বিচার ব্যবস্থা আছে যার প্রধান দায়িত্ব আছে রাজা । রাজাই চাকমাদের প্রথা , রীতিনীতি নির্ধারণ , ভূমি । রাজস্ব ব্যবস্থাপনা , গ্রামের কোন্দল এবং নানা সমস্যা নিষ্পত্তি করে । চাকমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক । ফলে পুত্র সন্তানরাই কেবল পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার লাভ করে ।
- জীবিকা ঃ কৃষি এদের প্রধান জীবিকা হলেও বর্তমানে চাকমারা চাকুরি ও ব্যবসা ক্ষেত্রেও জায়গা করে নিয়েছে ।
- শিক্ষা ঃ আদিবাসী সম্প্রদায় গুলোর মধ্যে চাকমাদের স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি ।
- ধর্মঃ চাকমা রা বৌদ্ধ ধর্মাবলম্বী ।
- উৎসবঃ এদের প্রধান প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর মধ্যে আছে মাঘী পূর্ণিমা , বৈশাখী পূর্ণিমা , বৌদ্ধ পূর্ণিমা , কঠিন চীবর দান , মধু পূর্ণিমা , ফানুস উড়ানো প্রভৃতি । চাকমাদের অন্যতম বড় উৎসব হল বিজু উৎসব ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মারমা'
- সমাজ ব্যবস্থাঃ চাকমাদের মত মারমাদেরও অসামাজিক বিচার আচারের দায়িত্ব রাজার হাতে । পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও মারমা মেয়েরা পৈত্রিক সম্পত্তির সমান উত্তরাধিকার লাভ করে ।
- জীবিকা ঃ জুম চাষ , নদীর মাছ ও কাঁকড়া শিকার এবং কাপড় , চুরুট প্রভৃতি তৈরি করে এরা জীবিকা নির্বাহ করে ।
- শিক্ষাঃ শিক্ষাক্ষেত্রে দ্রুত অগ্রসর হয়ে মারমারা চাকুরি , ব্যবসা সহ অন্যান্য ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছে ।
- ভাষাঃ মারমারা নিজস্ব ভাষায় কথা বললেও লেখার ক্ষেত্রে বর্মিজ বর্ণমালা ব্যবহার করে ।
- ধর্মঃ মার্মারা বৌদ্ধ ধর্মাবলম্বী ।
- উৎসবঃ মার্মাদের প্রধান ধর্মীয় সামাজিক উৎসবের মধ্যে আছে বুদ্ধ পূর্ণিমা ,কঠিন চীবর দান ,ওয়াগ্যোয়াই প্রভৃতি ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'রাখাইন'
- ধর্মঃ রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী ।
- উৎসবঃ রাখাইনদের প্রধান উৎসব গুলো হলো- বুদ্ধের জন্মবার্ষিকী পালন , বৈশাখী পূর্ণিমা , মাঘী পূর্ণিমা প্রভৃতি । এছাড়া রাখাইনরা সংক্রান্তিতে তিন দিনব্যাপী সংগ্রায়েজ উৎসব পালন করে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ।
- পোশাকঃ পুরুষরা লুঙ্গি , ফতুয়া আর নারীরা লুঙ্গি ব্লাউজ অলংকার এবং মাথায় ফুল পরিধান করতে পছন্দ করে ।
- সমাজ ব্যবস্থা ঃ রাখাইনদের বিয়েতে পুরুষদের পণ দেয়ার প্রথা প্রচলিত আছে ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'তঞ্চঙ্গা'
- সমাজব্যবস্থা ঃ সামাজিক সাংস্কৃতিক প্রথা , রীতি-নীতির দিক থেকে চাকমাদের সাথে এদের যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ।
- ভাষা ঃ তঞ্চঙ্গাদের ভাষা ইন্দো-এরিয়ান ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত । তঞ্চঙ্গারা একে 'মনভাষা' বলে উল্লেখ করে ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 'মণিপুরী'
- বিষ্ণুপ্রিয়া
- মৈতৈ
- পাঙন
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'গারো'
- ভাষাঃ গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা ।
- ধর্মঃ গারদের আদি ধর্মের নাম সাংসারেক । তবে বর্তমানে বেশিরভাগ গারক খ্রিস্ট ধর্মাবলম্বী ।
- সমাজ ব্যবস্থা ঃ গারদের সমাজ মাতৃতান্ত্রিক , অর্থাৎ নারী রায় পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী । মা তার সূত্র ধরেই তাদের দল , গোত্র ও বংশ গড়ে ওঠে ।
- খাদ্যঃ গারোদের প্রধান খাবার ভাত , মাছ , মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি । তাদের ঐতিহ্যবাহী একটা খাবার বাসের করল দিয়ে তৈরি করা হয় যা খেতে অনেক সুস্বাদু ।
- বাড়িঃ পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন যা নকমান্দি নামে পরিচিত । তবে বর্তমানে তারা অন্যদের মতোই করোগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন ।
- পোশাকঃ গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দকসারি । পুরুষেরা শার্ট , লুঙ্গি , ধুতি ইত্যাদি পরিধান করেন ।
- উৎসবঃ গারদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা । এই সময়ে তারা সূর্য দেবতা সালজং এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন । সাধারণত নতুন শস্য উঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় । উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাধ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয় ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'খাসিয়া'
- ভাষাঃ গারোদের মতো খাসিয়া জনগোষ্ঠী নিজস্ব ভাষা আছে । তবে লিখিত কোন বর্ণমালা নেই । তাদের ভাষার নাম মনখেমে ।
- সমাজ ব্যবস্থা ঃ এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক । পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে । খাসিয়া জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন । তারা প্রচুর পান ও মধুর চাষও করেন ।
- খাদ্যঃ খাসিয়াদের প্রধান খাদ্য ভাত , মাংস , শুটকি মাছ , মধু ইত্যাদি । তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন । বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে করা হয় ।
- পোশাক ঃ খাসিয়া মেয়েরা কাজিম পীন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন । আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন , যার নাম ফুংগ মারুং ।
- ধর্ম ঃ খাসিয়ারা বিভিন্ন দেবতার পূজা করেন । তাদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন ।
- উৎসবঃ সকল ধরনের অনুষ্ঠান যেমন-পূজা পার্বণ , বিয়ে , খরা , অতিবৃষ্টি , ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ , গান করা হয় । এই উপলক্ষে খাসিয়া জনগোষ্ঠী উৎসবের আয়োজন করেন ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'ম্রো'
- ভাষাঃ ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে । ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে । সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে ।
- ধর্ম ঃ ম্রো জনগোষ্ঠী ধর্মের নাম তোরাই । এছাড়াও ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে । ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী । তাদের কেউ কেউ খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন ।
- সমাজব্যবস্থা ঃ ম্রো পরিবারের প্রধান হলেন পিতা । তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা ।
- বাড়ি ঃম্রোরা তাদের বাড়িকে বলে কিম । সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করেন ।
- খাদ্য ঃ ম্রোদের প্রধান খাদ্য ভাত , শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস । তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি ।
- পোশাক ঃ ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই । পুরুষরা খাটো সাদা পোশাক করেন ।
- উৎসব ঃ জন্ম , বিয়ে , মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচরণ উৎসব পালন করেন । একটি রীতি অনুযায়ী শিশুর বয়স তিন বছর হলে ছেলে ও মেয়ে উভয়ের কাম ছিদ্র করে দেওয়া হয় ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'ত্রিপুরা'
- ভাষা ঃ ত্রিপুরাদের ভাষার নাম ককবরক ।
- সমাজ ব্যবস্থা ঃ ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজে দলবদ্ধভাবে বসবাস করেন । দলকে তারা দফা বলে । তারা মোট ৩৬ টি দফা আছে । এর মধ্যে ১৬ টি বাংলাদেশের বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে । বাংলাদেশের বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী । তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন ।
- ধর্ম ঃ ত্রিপুরা সনাতন ধর্মের অনুসারী । তবে বেশির ভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন । তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন । যেমন-গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা 'কের ' পূজা করেন ।
- বাড়ি ঃ ত্রিপুরাদের ঘর গুলো সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। ।
- পোশাকঃ ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয়। মেয়েরা নানারকম অলংকার , পুতির মালা আর কানের নাতং নামে এক প্রকার দুল পরেন । ছেলেরা ধুতি ,গামছা , লুঙ্গি , জামা পড়েন ।
- উৎসবঃ ত্রিপুরা সমাজে জন্ম , মৃত্যু , বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার-অনুষ্ঠান পালিত হয় । তাদের নববর্ষের উৎসব বৈসু । এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন । গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'ওরাঁও'
- ভাষা ঃ ওরাঁওদের ভাষার নাম কুরুখ ও সাদ্রি ।
- সমাজ ব্যবস্থা ঃ ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক । ওরা ওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয় । তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহতো নামে পরিচিত ।এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন ।
- ধর্ম ঃ ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন । তাদের প্রধান দেবতার ধার্মেশ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকতা মনে করেন ।
- উৎসব ঃ ওরা ওদের প্রধান উৎসবের নাম কারাম । ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্ল পক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয় । এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন ।
- পোশাকঃ পুরুষেরা ধুতি , লুঙ্গি , শার্ট ও প্যান্ট পরেন । মেয়েরা গোটা কাপড়ে শাড়ি ও ব্লাউজ পড়েন ।
- খাবার ঃ ওরাওদের প্রধান খাবার ভাত । এছাড়াও তারা গম ভুট্টা মাছ-মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'হাজং'
- ভাষাঃ হাজংদের নিজস্ব ভাষা আছে ।
- উৎসবঃ হাজংদের সবচেয়ে বড় উৎসব 'প্যাক খেলা' উৎসব ।
- ধর্ম ঃ হাজংদের কিছু অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কিছু অংশ খ্রিস্টান ধর্মাবলম্বী ।
- খাবার ঃ ভাত , মাছ , সবজি ছাড়াও কচি বাঁশের গুড়া বা মিউয়া এদের প্রিয় খাবার ।
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'সাঁওতাল'
- পেশাঃ সাঁওতালদের প্রধান পেশা কৃষি ।
- ধর্মঃ সাঁওতালদের প্রধান দেবতা বোংগা । এরা মূলত সূর্যের পূজা করে ।
- উৎসবঃ সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম সোহরাই । এই উৎসবে সাঁওতাল মেয়েরা দল বেঁধে নাচে ।
- খাদ্যঃ সাঁওতালদের প্রধান খাদ্য ভাত । এ ছাড়া মাছ কাকড়া শুকর , মুরগি , খরগোশ , গুইসাপ , ইঁদুর এবং বেজির মাংস খেতে পছন্দ করে সাঁওতালরা ।
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url