OrdinaryITPostAd

সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা Pdf সম্পর্কে জানুন ।

আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা খোঁজেন তবুও আবার Pdf আকারে তাহলে আজকে আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে । কারণ আমি আজকে আপনাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা নিয়ে লিখেছি Pdf আকারে । আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা Pdf দুইটাই পেয়ে যাচ্ছেন আজকের এই আর্টিকেলে ।

সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা
আজকে আমি আপনাদের জন্য আলোচনা করব সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা  Pdf । এসব বিষয় বিস্তারিত আলোচনা করলে আপনি বুঝতে পারবেন কেন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা  Pdf প্রয়োজন । সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা  Pdf আকারে এজন্য আমি লিখেছি যাতে আপনারা কোন ঝামেলা ছাড়াই লিংকে ক্লিক করে সমাজের যোগাযোগের মাধ্যম রচনা ডাউনলোড করতে পারেন এবং সেটা কাজে লাগাতে পারেন ।

পোস্ট সূচীপত্রঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা । সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা Pdf ।

বিভিন্ন পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা প্রয়োজন হয় । আপনি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা পাওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা চালাতে থাকেন। আপনি আজকে আর্টিকেলটি যদি পড়েন তাহলে আপনাকে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা নিয়ে চিন্তা করতে হবে না । খুব সহজে আমাদের আর্টিকেলে একদম বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা তুলে ধরা হয়েছে । চলুন তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা সবিস্তারে আলোচনা করি ।

 ভূমিকাঃ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ । এই যুগের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম । মানুষকে সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করার পাশাপাশি প্রতিনিয়তই একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয় । সে কাজটি অত্যন্ত সংস্থার করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা অপরিসীম ।

সামাজিক যোগাযোগের মাধ্যমঃ একটা সময় ছিল যখন কবুতর কিংবা হাতের লেখা পত্র বা চিঠির উপনির্ভরশীল ছিল যোগাযোগের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় ।  কিন্তু সময়ের পদ পরিক্রমায় বর্তমান প্রযুক্তি নির্ভর যুগের মানুষহস্তার মাধ্যম গুলো ব্যবহার করছে । এই যোগাযোগের এমনই একটি মাধ্যম হচ্ছে Social Networking Site বা সামাজিক যোগাযোগ মাধ্যম । এটি ব্যবহার করে উন্নত দেশগুলো তাদের যোগাযোগকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে ফেলেছে । এ ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও পিছিয়ে নেই । নিম্নে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো সম্পর্কে আলোচনা করা হলো -

ফেসবুক(Facebook) ঃ ফেসবুক(Facebook) বিশ্ব সামাজিক আত্মসংযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট । ইন্টারনেট ভিত্তিক যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে ফেসবুক হচ্ছে বৃহত্তম । মার্ক জুকারবাগ হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। তার হাত ধরে ২০০৪ সালে ৪ ফেব্রুয়ারি ফেসবুক যাত্রা শুরু করেছিল । এটি ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন , বার্তা প্রেরণ , এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন । সেই সাথে একজন ব্যবহারকারী শহর কর্মস্থল বিদ্যালয় এবং অঞ্চল ভিত্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন । 

ব্লগ (Blog) ঃ ব্লগ (Blog) শব্দটি ওয়েবলগ থেকে এসেছে । যার অর্থ আলোচনা বা তথ্য সম্পর্কিত সাইট । বর্তমান বিশ্বে তথ্যের চাহিদা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে । বই বা লাইব্রেরীতে হাজার হাজার বই ঘেঁটে প্রয়োজনীয় তথ্য জোগাড় করা কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার । আর এই প্রয়োজন মেটানোর জন্য অনলাইন ভিত্তিক ওয়েবলগ এর যাত্রা শুরু হয় যা পরবর্তীতে ব্লক হিসেবে প্রচলিত হয় । যিনি ব্লক পোস্ট করেন তাকে ব্লগার বলা হয় । প্রতিনিয়তই মানুষ ব্লকের কল্যাণে চাহিদার উপরে ভিত্তি করে তথ্য অনুসন্ধান করছে এমনকি গবেষণা সহ বিভিন্ন জরিপ পরিচালনা করছে । ফলে প্রতিদিন হাজার হাজার নতুন ব্লকের জন্ম হচ্ছে । সে সাথে তৈরি হচ্ছে অনলাইনে লক্ষ লক্ষ নিবন্ধ ।

আরো পড়ুনঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি কি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধাগুলো জেনে নিন ।  

টুইটার ঃ বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে টুইটার(Twitter) একটি অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটার সামাজিক যোগাযোগের এবং মাইক্রো ব্লগিং এমন একটি ওয়েবসাইট , যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ শব্দের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন । ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয় । বর্তমানে এটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে , হলিউড ,বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ টুইটার ব্যবহার করে থাকেন । 

গুগল প্লাসঃ গুগল প্লাস হচ্ছে সার্চ ইঞ্জিন গুগলের সামাজিক যোগাযোগের একটি সাইট । এটি চালু হওয়ার পর থেকেই মূলত জনপ্রিয়তা পাচ্ছে । গুগল প্লাস জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মত নয় বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে । তবে ফেসবুকের সাথে কিছুটা মিল থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দিতেই এ ধরনের উদ্যোগ ।

উইকিপিডিয়াঃ উইকিপিডিয়া (Wikipaedia) তথ্য , সেবা প্রদানের লক্ষ্যে সৃষ্ট ওয়েবভিত্তিক , বহুভাষিক, মুক্ত বিশ্বকোষ হিসেবে পরিচিত  । বিশ্বব্যাপী জনপ্রিয় ও বহুল প্রচলিত এই অনলাইন তথ্য কোষের প্রতিষ্ঠাতা যিনি ওয়েলস এবং ল্যারি স্যাংগার । ২০০১ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় ওয়েবসাইটটির । বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

ইউটিউব(Youtube) ঃ ইউটিউব(Youtube) একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট । এটি বর্তমানে ইন্টারনেট জগতের অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট , যার মাধ্যমে এর সদস্যরা ভিডিও আপলোড , দেখা এবং আদান-প্রদানের কাজ করে থাকে । এখানে ভিডিও পর্যালোচনা ও অভিমত প্রদানের সুবিধাও রয়েছে । ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত এস আই টি নির্মাণের পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবী-চার হারলি , স্টিভ ব্যান আর বাংলাদেশী  বংশোদ্ভূত জাভেদ করিম ।

স্কাইপঃ স্কাইপ(Skype) এমন একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা মানুষকে ভিওআইপি সেবা প্রদান করে । সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেটে যুক্ত হয়ে একে অপরের সাথে অডিও , ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার সাহায্যে যোগাযোগ করে থাকেন । ২০০৩ সালে ডেনমার্কের ধমিজা , জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকলাস জেনস্ট্রম স্কাইপ প্রতিষ্ঠা করেন ।

অন্যান্য মাধ্যমঃ উপরে বর্ণিত সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়াও আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন মাইস্পেস , ব্লগিমেট, এ ও এল ইনস্ট্যান্ট মেসেঞ্জার , ফেসটাইম , গুগল টক , গুগল ভয়েস , আই সি কিউ , আইবিএম লোটাস সেমটাইম , উইন্ডোজ লাইভ মেসেঞ্জার , জিমেইল , ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বাংলাদেশ ঃ সামাজিক যোগাযোগের আন্তর্জাতিক মাধ্যম গুলোর ব্যাপক প্রভাব দেখা যায় সারা বিশ্ব জুড়ে । যার ফলশ্রুতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ ও পিছিয়ে না থেকে দেশীয় কিছু যোগাযোগের মাধ্যম গড়ে তুলেছে । যেমন-

  • বেশ তো ডটকম হচ্ছে সামাজিক যোগাযোগ প্রথম বাংলা মাধ্যম । যার দ্বারা বাংলা ভাষাভাষীরা সম্পূর্ণ বাংলায় নিজের মতামত ও অনুভূতিগুলো পরস্পরের সাথে বিনিময়ের সুযোগ পায় ।
  • সামহোয়্যার ইন ব্লগ একটি সামাজিক ব্লগিং সাইট । টুইটার বা অন্যান্য সার্ভিসের ১৪০ শব্দের বেশি লেখা যায় না কিন্তু এই ব্লগ সাইটে ছোট বড় ব্লগ লেখার সুবিধা রয়েছে ।
  • সব ধরনের তথ্য সম্বলিত আরেকটি সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে বিডি অল ইনফো । যেটি রুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী মারসুস যন্ত্রকৌশল বিভাগের সাদ্দাম মিলে তৈরি করেছেন ।
  • ফেসবুকের সব ধরনের সুবিধা নিয়ে বাংলাদেশের চালু হয়েছে হাউ কাউ ডট কম । এটি ব্যবহারের মাধ্যমে নতুন বন্ধুত্ব তৈরি, চ্যাট , ভিডিও আপলোড এবং গ্রুপ তৈরি করা যায় ।
  • বিশ্বব্যাপী বাংলাদেশের লোকজনের কেনাকাটার খবর জানার জন্য তৈরি হয়েছে ফেরিওয়ালা নামক সাইট ।
  • বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সামাজিক মাধ্যম হলো ক্যাফে ইয়ার্ড । সামাজিক নেটওয়ার্কিং এর সকল সুবিধা সহ এই ওয়েবসাইটে বিশেষ কিছু ফিচার সুবিধা রয়েছে ।
  • ইন্টারনেটের বিশাল জগতে বয়স্ক থেকে তরুণ সবার ধারণা মাথায় রেখে তৈরি করা হয়েছে নগর বালক নামক মাধ্যমটি ।
  • সঙ্গীতপ্রেমীদের সামাজিক মাধ্যমগুলো হল-মিউজিক জলসা , মূর্ছনা , পোলাপাইন মিউজিক , মিউজিক ফুর্তি, ফ্রি ডট কম , বিডি বাংলা প্রভৃতি ।
  • এ ছাড়া আরো কিছু দেশীয় মাধ্যম হচ্ছে ফেসকই , মাইলিমেক্স , রংমহল , বিডি স্পট , আওয়াজ , ফ্রেইন্ডফেইস বাংলাদেশ , এফ এন এফ , পি আর ডট কম ইত্যাদি ।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর বহুবিধ সুবিধা রয়েছে । নিচে সেসব বিষয় আলোচনা করা হলো -
  • সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ভৌগোলিক দূরত্বের বাধাকে অতিক্রম করে মানুষকে খুব কাছাকাছি নিয়ে এসেছে ।
  • যোগাযোগের মাধ্যম গুলোতে পুরনো বন্ধু খোঁজা , নতুন বন্ধু তৈরি করা ছাড়াও নিজের বৃত্তের বাইরে অন্য কেউ আমন্ত্রণ জানানো সম্ভব । 
  • এই মাধ্যম গুলোতে খুব সহজে বিভিন্ন সংবাদ ও তথ্য পাওয়া যায় ।
  • এর সদস্য হতে খুব একটা খরচ লাগে না । একইভাবে কম শিক্ষিতরাও সহজে ব্যবহার করতে পারে ।
  • সামাজিক মাধ্যমগুলো বিভিন্ন ভাষায় সমর্থন করে । পাশাপাশি এগুলোর ব্যবহারিক শব্দ মোটামুটি সহজ । 
  • স্বাধীন মত প্রকাশ এবং ভালো লেখক সৃষ্টিতে সামাজিক মাধ্যমগুলোর ভূমিকা রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অসুবিধা ঃ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে । সেগুলো হলো-
  • নৈতিক অবক্ষয় ও সামাজিক বিভিন্ন বিপর্যয়ের শিকার হচ্ছে আমরা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি বিরোধী ব্যবহারে ।
  • এর মাধ্যম গুলো সহজে ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছে ।
  • শিশুদের সুস্থ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সামাজিক মাধ্যম । সেই সাথে তাদের শরীরের উপর বিরূপ প্রভাব পড়ছে যেমন-আর্থ্রাইটিস , স্থূলতা , স্মৃতিশক্তি দুর্বল , ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া ইত্যাদি সমস্যা সৃষ্টি হচ্ছে ।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ তাদের জীবনের নানা দিক তুলে ধরছে । সুবিধাবাদী দেশগুলো গোয়েন্দা ও নিরাপত্তায় এর মাধ্যম গুলোকে কাজে লাগাচ্ছে ।
উপসংহারঃ বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে । যে পৃথিবীর দূরত্বকে হাতের মুঠোয় আনতে ব্যাপক ভূমিকা পালন করছে । এমনিতিবাচক দিকগুলো সচেতনতার সাথে পরিহার করে ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে পারলে দেশ ও তার জনগণ উভয়েই উপকৃত হবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা Pdf । সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা ।

এখনকার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি অনেকটাই । প্রতিদিনের বিভিন্ন কাজে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি । বিনোদন লেখাপড়া ব্যবসা বৃদ্ধি কেনাকাটা করা এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না এমন মানুষ এখন সংখ্যায় একদম সীমিত। কোন না কোন ভাবে আমরা প্রত্যেকেই কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত । ছোট থেকে বড় প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে থাকে । এজন্য শিক্ষা ক্রমেও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ব্যাপক আলোচনা পরিচালনার জন্য রয়েছে ।  তাই এই বিষয়ে আমাদের বিশেষ জ্ঞান অর্জন করা প্রয়োজন ।
 
বিভিন্ন স্কুল কলেজে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা , অর্ধ বার্ষিক পরীক্ষা ,বার্ষিক পরীক্ষা ও অন্যান্য সকল পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের রচনা লিখতে হয়  । সে রচনার খুঁজতে গিয়ে আপনাদের হিমশিম খেতে হয় । বিভিন্ন পাঠ্যপুস্তক বই পত্র পেপার পত্রিকায় অনেক খোঁজাখুঁজি করতে হয় এসব রচনা । তাই আপনাদের সুবিধার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা  Pdf আকারে লিখা হয়েছে । যাতে আপনারা খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা  Pdf পেয়ে যান এবং সেটা ডাউনলোড করে আপনাদের কাজে লাগাতে পারেন । সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা Pdf এই লিঙ্ক এর উপর ক্লিক করলেই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন।

শেষ বক্তব্য । সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা । সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা Pdf । 

আশা করছি আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভালোভাবে আপনি পড়েছেন এবং আপনার কাঙ্খিত সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা পিডিএফ পেয়েছেন  । আপনাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের রচনা  Pdf আকারে তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে । আপনাদের যাতে খোঁজাখুঁজি করতে না হয় বা কোন ঝামেলা পোহাতে না হয় এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম রচনা  Pdf আকারে লিখেছি । নিশ্চয়ই আপনার এই রচনা অনেক উপকারে আসবে ।
পরিশেষে বলতে চাই যে, আমার লিখা যদি আপনাদের বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকে বা আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার লেখা সার্থক । তবে আমি আশা করব আমার লিখাটি আপনার নিশ্চয়ই অনেক উপকারে আসবে । তারপরেও আমার লিখা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার লিখাটা আপনাদের হৃদয় যদি এতটুকু জায়গা করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন । আপনাদের কোন প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের  সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব । আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই শুধরিয়ে নিব ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪