২১শে ফেব্রুয়ারির বক্তব্য Pdf ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমন্ত্রণ পত্র
আপনি কি ২১শে ফেব্রুয়ারির বক্তব্য Pdf আকারে খুজছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন । এই আর্টিকেলটি আপনার জন্য । আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেই আপনি পেয়ে যাবেন একুশে ফেব্রুয়ারির বক্তব্য পিডিএফ আকারে ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমন্ত্রণ পত্র । চলুন তাহলে জেনে নেয়া যাক ২১শে ফেব্রুয়ারির বক্তব্য Pdf ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমন্ত্রণ পত্র সম্পর্কে ।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বক্তব্য Pdf
সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত সুধী আমার সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা নিন । আজকের এই মহতি আয়োজনে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি ।
ফেব্রুয়ারি আমাদের গর্ব আর অহংকারের মাস । আজ ফেব্রুয়ারির ২১ তারিখ-------আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ক্ষুদ্র পরিষদের আয়োজিত আলোচনা সভায় এ দিবসের তাৎপর্য সম্পূর্ণরূপে তুলে ধরা সম্ভব নয় । তবুও আমি সংক্ষেপে সাধ্যমত চেষ্টা করব। প্রতি বছরই আমাদের জাতীয় জীবনে কিছুদিন আসে বাঙালির চেতনা বোধকে শানিত করতে । তেমনি একটি গৌরব উজ্জ্বল দিন ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত মহান একুশে ফেব্রুয়ারি । ভাষার জন্য এতখানি ত্যাগ স্বীকারের ইতিহাস পৃথিবীর দ্বিতীয় কোন দেশের নেই । ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালির আপন সত্তা আবিষ্কারের মহিমা অসাম্প্রদায়িক গণচেতনার বলিষ্ঠ প্রকাশ ঘটেছে । ভাষা শহীদদের পবিত্র স্মৃতি রক্ষার্থে নির্মিত জাতীয় মর্যাদার প্রতীক শহীদ মিনারের প্রতিটি ইট আরও রক্তাক্ত হয়ে প্রতিনিয়ত ঘোষণা দিচ্ছে বাংলা ও বাঙালির শৌর্য বীর্যের কাহিনী । পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এই দিবসের স্বীকৃতি দিবসটিকে করে তুলেছে অধিকতর মহিমান্বিত ।
আজকের আলোচনা সভার সম্মানিত বক্তাগণের বক্তব্যে উঠে এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট এবং গুরুত্ব। শুরুতেই একাদশ শ্রেণীর ছাত্র তানজিল তৌহিদ তুলে ধরেছেন মহান একুশে রক্তাক্ত ইতিহাসের কথা । উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টার বিপরীতে বাঙালির মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার মরণপোণ সংগ্রামের কথা । সেই সংগ্রামেই প্রাণ-হারান সালাম, বরকত, জব্বর , রফিক , শফিকসহ আরো অনেকেই । প্রতিষ্ঠিত হয় মায়ের ভাষায় কথা বলার অধিকার। জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই বীর শহীদদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য অকাতরে বিলিয়ে গেছেন নিজেদের জীবন।
এরপর একাদশ শ্রেণীর আরেক শিক্ষার্থী অনুপমা চৌধুরী আমাদের স্মরণ করিয়ে দেন মহান একুশের এই দিনটি কেমন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেল। আজ সারা বিশ্ব জেনেছে বাঙালির বীরত্বপূর্ণ ভাষা আন্দোলনের বিজয় গাঁথা। এটি আমাদের জন্য বড় আনন্দের, বড় গর্বের ।
সবশেষে বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক তপন কুমার স্যার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেন। মায়ের ভাষার অধিকার মাতৃভাষার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল ঔপনিবেশিক ও শাসন শোষণের ও বিরুদ্ধে বাঙালি প্রথম ঐক্যবদ্ধ প্রতিরোধ জাতীয়তাবাদী চেতনার প্রথম উন্মেষ । জাতি হিসেবে এটি আমাদের আত্ম প্রতিষ্ঠার আত্ম বিকাশের দিন । আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াই এই দিনটি অধিক তাৎপর্যের সাথে পরিচিত হচ্ছে দুনিয়াব্যাপী । বিশ্ববাসী বাঙালির এই সংগ্রামী ইতিহাসের সঞ্জীবনী সুধা পান করে দেশাত্মবোধের নতুন স্বর্ণদ্বারে উপনীত হবে । ভাষার প্রতি ভালোবাসা বাড়াবে এই দিনটি ।
পরিশেষে বলতে চাই ২১ মানে অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে সুন্দর ও কল্যাণের স্মারক । ২১ মানে মাথা নত না করা । প্রতি বছর এই বিশেষ লগ্ন টি আমাদের ঘুম ভাঙিয়ে সত্য প্রতিষ্ঠার দীপ্ত মন্ত্রে উজ্জীবিত হতে শেখায় । আমাদের সবার প্রাণের মহান ২১ তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই চেতনাকে ধারণ করতে হবে । অনৈক্য , সংঘাত, অশান্তির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার হোক একুশের চেতনা । দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দীপ্ত পদে সামনে এগিয়ে চলার প্রেরণায় হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এ প্রত্যাশা ব্যক্ত করে এবং উপস্থিত সম্মানিত বক্তা ও শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই আয়োজনের সমাপ্তি ঘোষনা করছি । ২১শে ফেব্রুয়ারীর বক্তব্য Pdf/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বক্তব্য Pdf
ট্রাসটেডএয়ার্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url